ভিবেদ সৃষ্টিতে কেবল মুসলমানই দায়ী !!

লিখেছেন লিখেছেন বইঘর ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০০:৩৯ রাত

একথা সত্যি, নিজের অনিচ্ছাকৃত বা অজ্ঞতা প্রসূত ভূলভ্রান্তির কারণে এবং অনেক ক্ষেত্রেই হঠকারীতা বিদ্বেষ বা বাড়াবাড়ি মূলক আচরণের কারণে, শিয়া-সুন্নী সহ বহু দল-উপদলের বিভেদ-বিচ্ছেদের পাহাড় গড়ে উঠেছে। কিন্তু, বিভেদের লেলিহান শিখায়, বিশ্বের মুসলমান আজ, মুসলিম ভ্রাতৃত্বকে দুমড়ে-মুচড়ে,জ্বলন্ত হয়ে, আরো উজ্জলতর হয়ে জ্বলছে-কেন, কিসের কারণে, কোন সে গভীর ষড়যন্ত্রে, তা কি কখনো আমরা ভেবে দেখেছি? মুসলমানদের বিভেদ-বিচ্ছেদ আর হানাহানির কাহিনী পশ্চিমা মিডিয়াগুলোতে বিশেষ ভাবে ফলাও করে প্রচার করা হচ্ছে অহরহই, অথচ সেসবের ইন্ধনকারী ওদের মধ্য থেকেই এক অদৃশ্য কুচক্রীশক্তি, যাদের বিস্ময়কর কর্মতৎপরতার 'বাস্তবরূপী বিচিত্র' প্রত্যক্ষ করছি আমরা, তাদের না চিনেও বা না দেখেও। আল্লাহ আমাদের সবাইকে হেফাযত করুক। আমীন!!

বিষয়: বিবিধ

১১৭৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267722
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৭
কাজী লোকমান হোসেন লিখেছেন : আমীন , বক্তব্য আরও দীর্ঘস্থায়ী হওয়ার প্রয়োজন ছিল , মুসলিমদের ৭ ভাগে ভিবক্তির জন্য আজকে ইসলামের এমন অসয়ায়ত্ত , প্রথমে আরব বিশ্বকে আমেরিকার দালালি থেকে বেরিয়ে আসতে হবে , তবেই না মুসলিম ব্রাদার এক হতে পারবে , Rose অনেক ভালো লাগলো Rose , এই রকম লেখা আরও চাই , ধন্যবাদ Thumbs Up
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৯
211547

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 8870

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> লিটুয়ারা লিখেছেন : দাঙ্গাবাজ মোছলমানদের আভ্যন্তরিন কাইজ্যা ফ্যাসাদ, রক্তক্ষয়.......... নতুন কিছু না। সেই আমলে নবী মোহাম্মদের বর্বর সাঙ্গপাঙ্গ'রা নিজেরাই নিজেদের সাথে হাতাহাতি, খুন, জখম করেছেন। ওসমান হত্যা, আলী-আয়শা যুদ্ধ, আলী-মুয়াবিয়া যুদ্ধ এবং কারবালায় কামড়া কামড়ী..........., তখন আমেরিকার জন্ম হয় নি।
267761
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৬
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

কুশিক্ষা মানুষকে অমানুষ করে, . . . আজ নামধারী মুসলমানেরা ইসলামকে নিজেদের মত করে বিকৃত রূপ দেওয়ার চেষ্টা করছে, . . . !!

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০০
211548

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 8870

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> লিটুয়ারা লিখেছেন : দাঙ্গাবাজ মোছলমানদের আভ্যন্তরিন কাইজ্যা ফ্যাসাদ, রক্তক্ষয়.......... নতুন কিছু না। সেই আমলে নবী মোহাম্মদের বর্বর সাঙ্গপাঙ্গ'রা নিজেরাই নিজেদের সাথে হাতাহাতি, খুন, জখম করেছেন। ওসমান হত্যা, আলী-আয়শা যুদ্ধ, আলী-মুয়াবিয়া যুদ্ধ এবং কারবালায় কামড়া কামড়ী..........., তখন আমেরিকার জন্ম হয় নি।
267887
২৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৫
কাজী লোকমান হোসেন লিখেছেন : বিজ্ঞ মোডারেটর দ্বয়য়ের দৃষ্টি আকর্ষণ , অতিশিগ্রই লিটূয়ারা নামক বলৎকারের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে Winking) Time Out Time Out Time Out Time Out Time Out

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File