সাদা কাপড়ের মানুষ
লিখেছেন লিখেছেন বইঘর ১১ ডিসেম্বর, ২০১৩, ১০:০৩:১৩ রাত
সবাই চেয়ে আছে!
সাদা কাপড়ে মোড়ানো আগাগোড়া, একটা বস্তু-
নিথর নিস্তবদ্ধ হয়েও রেহাই নেই তার;
ধরেছে পচন তাকে সবদিক ঘিরে।
দৃষ্টির তীক্ষ্নতায় ক্ষত-বিক্ষত, তবু পড়ে রয়
এক বিকংবদন্তী, সফেদ কাপড়ের মাঝে অসহায়!
আর্তনাদ শুনে পারে না ফিরতে এপাশ থেকে ওপাশ,
ঠিক পড়ে রয় আগাগোড়া মোড়ানো কাপড়ে।
মহাব্যস্ততা নিয়ে সবাই চেয়ে রয়
আপনের পানে, পচনশীল দেহ
যা ঢেকে দিয়েছে কয়েক টুকরা কাপড়
সাজানো ছিল কোন এক দর্জির তাকে;
সবাই ব্যস্ত হয় দু'হাতে মাটি তুলে চাপা দিতে
এক জীবন্ত ইতিহাস,
কি দুঃসাহস! ঢেকে দেয় এক আস্ত মানুষ ঢিল ছুঁড়ে...
খোদার কি মহিমা...
তিনি কি না পারেন..
বিষয়: বিবিধ
১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন