হে আল্লাহ! শাসকগোষ্ঠীকে শুভবুদ্ধি দাও

লিখেছেন লিখেছেন বইঘর ১০ জানুয়ারি, ২০১৪, ০৮:২৩:৩৪ রাত

আমাদের প্রিয় দেশটা এখন এক গভীর সংকটে নিপতিত। সংকটের মূল কারণ একটাই, ক্ষমতাসীন শাসক মহল ক্ষমতায় থেকেই উপলদ্ধি করে ফেলেছ- দেশে তাদের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। নূন্যতম নিরপেক্ষ নির্বাচন হলেও শাসক দলের কপালে দেশের ইতিহাসের নজিরবিহীন পরাজয়ের গ্লানি জুটবে। সর্বশেষ চার সিটি নির্বাচন ও বিশেষ করে তাদের দ্বিতীয় ঘাটি রূপে পরিচিত গাজিপুরে সর্বশক্তি নিয়োগ করেও বিশাল ব্যবধানের পরাজয় এড়াতে না পারায় শাসক দলের সামনে তাদের জনপ্রিয়তা ধসের প্রকৃত চিত্র উম্মোচিত হয়েছে। এর পরও বিভিন্ন জরিপ ও মাঠ পর্যায়ের প্রতিবেদন শাসক দলের জন্য কোনো আশার আলো দেখাতে পারেনি। আর তাই তারা দুটি সম্ভাবনার যে কোনো একটি গ্রহণ করতে চাইছে। হয় নির্লজ্জ প্রহসনের নির্বাচনের মাধ্যমে হলেও ক্ষমতা আঁকড়ে থাকা আর না হয় দেশে সহিংসতা ও সংঘাতের আগুন লাগিয়ে তৃতীয় পক্ষের হাতে দেশ তুলে দেওয়া। এরই মধ্যে প্রথমটি বাস্তবায়নের জন্য এক ধাপ এগিয়েছে। নির্বাচনের নামে একটি তামাশা দেখিয়ে দিয়েছে। দীর্ঘদিন যেন দেশে কোনো নিরপেক্ষ স্বাভাবিক নির্বাচন হতে না পারে তার ব্যবস্থা চূড়ান্ত করাই এখন তাদের লক্ষ্য। তাছাড়া পাঁচ বছর বিরোধী পক্ষের ওপর যে দমন পীড়ন চালিয়েছ তার প্রতিশোধ আতঙ্কও তাদেরকে পেয়ে বসেছে। তাই ক্ষমতাসীন শাসকদল কোনো সহজ পথে হাঁটছে না। কিন্তু ইতিহাসের অনিবার্য বাস্তবতায় বলা যায়, ক্ষমতাসীনদের বর্তমান কৌশল তাদের জন্য জন্য আরও ভয়াবহ পরিণাম ডেকে আনবে। তাই আমরা অনুরোধ করবো দেশ ও জনগণের নিরাপত্তা বিধান করা প্রধানত শাসকদলেরই কর্তব্য। দেশের অবস্থা নাজুক। জাতি আজ ধ্বংসের দারপ্রান্তে উপনীত। তাই নিজেদের পাঁচ বছরের কৃতকর্মের স্বাভাবিক পরিণাম মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। স্বল্প সময়ের ব্যবধানে আবার জাতির কাছে ক্ষমা চেয়ে ফিরে আসার সুযোগ আসবে। দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করতে হবে না। আর যদি সেটা না করে রাস্তার মোড়ে মোড়ে দলীয় ক্যাডার বাহিনীকে লাঠিয়াল রূপে দাঁড় করিয়ে দিলে দেশের আপামর সাধারণ মানুষ আরও বিগড়ে যাবে। সে ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাওয়া সুদূর পরাহত হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের শাসকদের শুভ বুদ্ধির উদয় ঘটান্ আমিন।

বিষয়: বিবিধ

১৬০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161174
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৪
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
১১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩৭
115544
বইঘর লিখেছেন : ধন্যবাদ!!Good Luck Good Luck
161197
১০ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৪
ভিশু লিখেছেন : আমীন! সুম্মা আমীন!
Praying Praying Praying
১১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩৯
115545
বইঘর লিখেছেন : ঠিক!!Praying Praying Praying
161223
১১ জানুয়ারি ২০১৪ রাত ০২:৩৭
সবুজেরসিড়ি লিখেছেন : আমিন . . .
১২ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪২
115835
বইঘর লিখেছেন : সুম্মা আমীন!Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File