মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা ( পর্ব -১৯ ) Love Struck Good Luck Rose অতিরিক্ত সুবিধা পেতে হলে ভাষা জানা জরুরি।

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৫২:১৯ রাত



প্রত্যেক মানুষ চায় অতিরিক্ত সুবিধা। অতিরিক্ত সুবিধা পেতে হলে প্রয়োজন হয় অতিরিক্ত কিছু বিষয় নিজের কাছে মজুদ থাকা। প্রবাসীদের অতিরিক্ত সুবিধার জন্য হাতিয়ার ভাষা শিখা। ভাষা জানার ক্ষেত্রে যত কম সময় লাগবে তত সুবিধা বেশি পাওয়া যায়। অতিরিক্ত শুধু নয় অনেক ক্ষেত্রে মূল সুবিধা থেকে ও বঞ্চিত হতে হবে ভাষা না জানার কারণে।

মধ্যপ্রাচ্যে আরবি ,ইংলিশ , হিন্দি ,উর্দু ভাষা বেশি প্রচলিত।আরবি মালিকানাদিন কোম্পানিতে বা আরবি ঘরে কাজ করলে আরবি জানতে হবে বাধ্যতামূলক। যদিও অনেক আরবীরা উর্দু ,হিন্দি জানে ,অনেকে ইংলিশ ভালো জানে। তবে আরবীদের মধ্যে অনেক আছে যারা ইংলিশ ,হিন্দি উর্দু জানা থাকা সত্বেও বলতে চায় না। কারণ তাদের মূল টার্গেট থাকে সবাই আরবি বলতে হবে। বিদেশী মালিকানাদিন কোম্পানিতে চাকুরী করতে হলে ইংলিশ জানতে হয় যদিও অনেক কোম্পানি আছে যেখানে ইংলিশের পরিবর্তে হিন্দি ,উর্দু ভাষা বেশি চলে । বাংলাদেশীদের জন্য বিদেশী মালিকানাদিন কোম্পানিতে চাকুরী হলে সুবিধা ভালো ভাষার ক্ষেত্রে। বাংলা ভাষার সাথে হিন্দি উর্ধুর অনেকটা মিল থাকায় বাংলাদেশী প্রবাসীরা হিন্দি ,উর্ধু তারাতারি আয়ত্ব করতে পারেন। কিন্তু পাশাপাশি আরবি ও ইংলিশ জানা থাকলে মতপ্রকাশ ও কাজের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।

ভাষা না জানার কারনে অনেক সমস্যা দেখে দেয় এরকম একটি সমস্যা আমার চোখের সামনে হয়েছে।

জাকির নামের এক বাংলাদেশী স্থানীয় এক আরবির মালিকানাদিন বড় এক কোম্পানিতে চাকুরী করে আসছিলেন প্রায় ৮ বছর থেকে। প্রথমে নিম্ন মানের কাজ করতেন কাজের মান ভালো থাকে এসিস্টেন্ট সুপারভাইজার হলেন। উনার কাজ ছিল হিসেব রাখা কাগজ কলমে। দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছিলেন স্বাধীন ভাবে ।একদিন উনার সেক্টরে একটি সমস্যা দেখা দিয়েছিল। সে জন্য উক্ত সেক্টরের সবাইকে অফিসে ডাকা হলো জাকির সাহেব ও গেলেন অফিসে।

সমস্যার কারণ জানার জন্য সবার বক্তব্য নেওয়া হচ্ছে আরবি ভাষায়। সেই সুত্রে জাকির সাহেব ও নিজের বক্তব্য পেশ করার কথা কিন্তু আরবি কিংবা ভালো ইংলিশ না জানার কারণে উনি আমতা আমতা করে অনেক কিছুই বলেছেন কিন্তু উপস্তিত অফিস মেনেজমেন্ট উনার বক্তব্যে সন্তুষ্ট হতে পারলেন না। দু দিন পর আবার জাকির সাহেবকে অফিসে ডাকে উনাকে বর্তমান কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। উনাকে অন্য সেক্টরে কাজ দেওয়া হয়েছে ঠিক কিন্তু পূর্বের মত সুযোগ সুবিধা নেই।জাকির সাহেবের যদি ভাষা জানা থাকত তাহেল উনার এরকম পরিনতি হওয়ার কথা ছিল না ।

ভাষা জানার জন্য নিজের প্রচেষ্টা সবচেয়ে বড়। ভাষা জানার জন্য সব সময় সচেষ্ট থাকতে হবে কে কখন কি বলতেছে তা মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে। প্রবাসে ভাষা শিখে অতিরিক্ত সুবিধা নিতে না পারলে অনেক ক্ষেত্রে সুবিধা বঞ্চিত ও মনে হবে।

বিষয়: বিবিধ

১৩৯৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305271
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
247114
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
305277
২০ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৩৬
শেখের পোলা লিখেছেন : ঠিকই৷ ভাষা না জানলেতো অসুবিধাা হবেই, তাই এজেন্সীর উচিৎ এক জনকে উপযুক্ত করে বিদেশ পাঠানো৷
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
247115
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য
305281
২০ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:০৭
হতভাগা লিখেছেন : যে উর্দূ আমাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাওয়ার কারণেই ৫২ এর ভাষা আন্দোলন হলে এবং এরই ফলশ্রুতিতে এল বাংলাদেশের স্বাধীনতা , সেই উর্দূকেই আরেকটি দেশে চাকরির খাতিরে রপ্ত করতে বাংলা ভাষার জন্য রক্ত দেওয়া বাংলাদেশীদের ইগোতে লাগে না ?

তার ওপর এখন ভাষার মাস , আগামী কাল ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস !
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
247116
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাষা শিক্ষা জরুরি
305297
২০ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের দেশে এতগুলি মাদ্রাসা-মক্তব থাকা সত্বেও আমরা আরবি ভাষার প্রতি কেন উদাসিন সেটা বুঝিনা। আমরা ইংরেজির প্রতি এত বেশি গুরুত্ব দিই যে মনে করি পৃথিবির সব খানে শুধু ইংরেজি ভাষাই চলে। একজন শিক্ষিত ব্যাক্তিকে আমি কোরিয়ানদের অশিক্ষিত(!) এই মন্তব্য করতে শুনেছি। কারন তারা ইংরেজি জাননা বা বলেনা।
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
247117
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক মূল্যবান কথা বলেছেন ভাইজান ,,শুকরিয়া
305318
২০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৬
আফরা লিখেছেন : ভাষা জানা আসলেই জরুরী । ভাষার কারনে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে হয় ।
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
247118
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ,ধন্যবাদ
305332
২০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ শাহীন ভাইয়া। অতি প্রয়োজনীয় একটি বিষয় গুরুত্বের সাথে তুলে ধরার জন্য আন্তরিক অভিনন্দন। ভাষা মনের ভাব আদান প্রদানের একটি জরুরী মাধ্যম। তাই কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োজনীয় বিষয় আদান প্রদান অত্যাবশ্যক। আশাকরি আপনার এই লিখাটি নীতি নির্ধারক ও সচেতন মহলে গুরুত্বের সাথে বিবেচিত হবে।
মূল্যবান লিখাটির জন্য বারাকাল্লাহু ফিক।
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
247119
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গুরুত্বের সাথে পোস্টটি নেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
305470
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথাটাই বলেছেন। ইন্ডিয়া বিশেষ করে কেরেলারা দেশে এটি শিখে আসে। আমাদের দেশে পযসা দিয়ে শেখালেও সব বাটপারের দল ফাকি দিয়ে পয়সা নেয়। ধন্যবাদ আপনাকে।
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
247120
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গুরুত্বের সাথে পোস্টটি নেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File