ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী কে গ্রেফতার করে সরকার তার পতনকে ত্বারান্নিত করেছে
লিখেছেন লিখেছেন কামরুন্নাহার নার্গিস ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২২:১৪ রাত
ইসলামী ঐক্যজোটের চেয়্ারম্যন মাওলানা আবদুল লতিফ নেজামি কে আজ বিকাল ৬টায় ইসলামী ঐক্যজোটের মহানগর কার্যালয় থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।আমরা এর তীব্র নিন্দা জানায়,এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ইসলাম ও আলেম ওলামার উপর আঘাত করে যাচ্ছে,ইসলাম বিদ্বেশী এই সরকার যারা আমাদের রাসুল(সা.) এর শানে বেয়াদবি করে তাদের কে গ্রেফতার করেনা বরং যারা রাসুলের ইজ্জত রক্ষার জন্য কথা বলে তাদের কে গ্রেফতার করে .গুলি করে হত্য করে ।আমরা বলতে চাই এভাবে গ্রেফতার করে ,হত্য করে আলেম ওলামা ও তৌহিদি জনতাকে দমানো যাবেনা।বরং আমরা মনে করি তাকে গ্রেফতার করে সরকার তার পতন কে ত্বারান্নিত করেছে।
বিষয়: রাজনীতি
১৩৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন