কথার সাথে কাজের মিল রাখুন
লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১১:৫১ রাত
একটু আগে আমার ইন্টারনেট সিমটিতে একটি ম্যাসেজ এসেছে। বার্তাটি এরকম _ ইসলামী মূল্যবোধ ও মহানবী (সা.) কে যারা কটূক্তি করবে তাদেরকে দমনে সরকার বদ্ধপরিকর। তাই সরকারকে বলছি আপনার দলীয় ক্যাডার শাহরিয়ারকে বৃদ্ধ লোকের দাঁড়ি ধরে টানাটানি করার জন্য প্রেপ্তার করে তাকে বিচারের সম্মুখীন করুন। কথায় আর কাজে মিল রাখুন। দাঁড়ি রাসুল (স.) এর সুন্নত। তাই রাসুল (সা.) এর অসম্মান করা সরাসরি তাঁকে অসম্মান করা একই কথা।
আর হ্যাঁ, সকল যুদ্ধাপরাধী আর মানবতা বিরোধীরা কিন্তু দাড়ি টুপিওয়ালা না। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে এ পর্যন্ত যত পোস্টার ছাপা হয়েছে সবগুলো যে কার্টুন আকাঁ হয় সবগুলো দাঁড়ি টুপিওয়ালা ছবি। ভবিষ্যতে যেন রাজাকার বুঝাতে দাড়ি টুপি ওয়ালা ছবি ব্যবহার করা না হয়।
কি কথা আর কাজের মিল থাকবে তো?
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন