মুফতি মোহাম্মদ ওয়াক্কাস ,হাবিবুল্লাহ নিয়াজী মুক্তি পেয়েছেন।
লিখেছেন লিখেছেন কামরুন্নাহার নার্গিস ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩০:২৫ সন্ধ্যা
জমিয়তে ওলামায়ে ইসলাম ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাস এবং হাফেজ্জী হুজুরের নাতি বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম-মহাসচিব হাবিবুল্লাহ নিয়াজী মুক্তি পেয়েছেন।
বুধবার দুপুরে তাদের শেরেবাংলানগর থানা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।
এর আগে বুধবার ভোরে মোহাম্মদপুর থেকে মোহাম্মদ ওয়াক্কাসকে এবং মঙ্গলবার রাত ১০টার দিকে হাবিবুল্লাহ নিয়াজীকে আটক করা হয়। মোহাম্মদপুর থানা পুলিশ তাদের আটক করলেও পরে শেরেবাংলানগর থানায় হস্তান্ত করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।
এছাড়া রোববারের হরতালের আগে বুধবার রাতে খেলাফত আন্দোলনের মহাসচিব এবং ইসলামী ও সমমনা ১২ দলের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি এখনও কারাগারে আটক আছেন।
বিষয়: রাজনীতি
১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন