সংখ্যলঘুদের উপর হমলা পরিকল্পিত

লিখেছেন লিখেছেন কামরুন্নাহার নার্গিস ১২ মার্চ, ২০১৩, ১১:৫৪:২০ সকাল

আমি মনে করি চলমান গনআন্দোলন কে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বর্তমান সরকারের ছত্রছায়ায় কিছু কুচক্রীমহল সংখ্যালঘুদের উপাসনালয়,ব্যাবসা প্রতিষ্ঠান,ঘর-বাড়ীতে এবং শহিদ মিনারে হামলা চালাচ্ছে।কারণ আমরা রামুর ঘটনা দেখেছি, বরিশালের মিষ্টান্ন ভান্ডারে হামলা দেখেছি ও সর্বশেষ বগুড়ার শহিদ মিনারের হামলা দেখেছি এই হামলা কারা করেছে?এতে তা প্রমানিত হয়।এইভাবে ষড়যন্ত্র ও হামলাৎমামলা করে গনআন্দোলন কে দমানো যাবেনা বরং তা আরো তীব্র থেকে তীব্র হবে, ইনশাল্লাহ

বিষয়: বিবিধ

৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File