এখন ''স্বপ্ন দিয়ে বোনা '' বই টি মিরসরাই আবুর হাট মনিরুল ইসলাম মাদ্রাসার উদ্দ্যোগে অনুষ্ঠিত ১০৬তম বাষিক ইসলামী মহা সন্মেলনে
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪৬:৪৪ রাত
আসছে আগামী২৮ফ্রব্রুয়ারী ২০১৩ ইং চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাইর উম্মুল মাদারিস্ ,আবুর হাট মনিরুল ইসলাম উদ্দ্যোগে অনুষ্ঠিত ১০৬তম বাৎসরীক ইসলামী মহা সন্মেলনের সফলতা কামনা করছি ৷
জাতির এ মহা ক্লান্তি লগ্নে এরকম মহা সন্মেলন যেন আমাদের দেশ ও জাতি সহ প্রতিষ্ঠানের শুভাকাঙ্খিদের হেদায়েতের উছিলা হয় এটাই আল্লাহর দরবারে কামনা করছি ৷
এতে সাধারন মানুষের মধ্যে যেমন একটা ইমানী চেতনা জাগ্রত হয়, তেমনি মাদ্রাসার সাবিক আবস্হা অবলোকন করার সুযোগ হয় , যেটা এক জন তাওহিদী জনতার রুহের খোরাক ও বটে ৷
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মাওঃ এলাহী বখশ ছাঃ রঃ এর সূযোগ্য সন্তান ওস্তাদুল আছাতেজা মাওঃ নুরুল হুদা ছাঃ মাঃ জিঃ এর অক্লান্ত পরিশ্রমে অত্র মাদ্রাসা দিন দিন শিক্ষা দিক্ষায় উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছন , মিরসরাইতে জমাতে উলা পযন্ত { বি এ }এটাই প্রথম কওমী মাদ্রাসা ৷ যদিও পরবতিতে অন্যান্য প্রতিষ্ঠানে ও চালু হয় ৷ আমি ব্যক্তিগত ভাবে অত্র প্রতিষ্ঠানের অতি নগন্য ছাত্র হিসাবে অত্র প্রতিষ্ঠানের সাবিক মঙ্গল কামনা করছি ৷
উল্লেখ্য সারা বাংলাদেশে যে পরিমান ইসলামী সন্মেলন সভা সেমিনার হয়ে থাকে সত্যিই এটা প্রশংসার দাবী রাখে ৷ ইসলামী সন্মেলন সভা সেমিনার ও ইসলামী সেম্পুজিয়ামের আয়োজনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের ২য় স্হানে, ১ম স্হানেই রয়েছে ইন্দোনিশিয়া ৷
============্
১২১ জন ব্লগারদের লেখা নিয়ে
''স্বপ্ন দিয়ে বোনা ''
বইটি মিরসরাই, ফেনী ,সিতাকুন্ড, ছাগলনাইয়া ও নোয়া খালী, সোনাগাজীর ব্লগার গন , বা সাধারন পাঠকরা উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন , আপনার পছন্দের কপিটি এখনই সংগ্রহ করুন
মাওঃ মাহমুদুর রহমান
সিনিয়র শিক্ষক আবুর হাট মনিরুল ইসলাম মাদ্রাসা
পোঃ আবুর হাট , থানা মিরসরাই , চট্টগ্রাম
mob ; 01818209544
email:-
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন