রক্তচোষাদের নজর নাকি এবার সুন্দর বনে ---বলেছে হাসান আস সাকিব ।
লিখেছেন লিখেছেন আবরার ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৫৯:১৭ রাত
প্রচন্ড গরমে জীবনটা যেন ভাজা পরটা হয়ে যাবার অবস্থা। ইলেকট্রিসিটি না থাকায় পুরো এলাকাটা কেমন ঝিম ধরে আছে। ভূতুড়ে একটা পরিবেশ। এ সুযোগে পারার মশাগুলোও সৎ ব্যবহার শুরু করেছে। ক্ষুদ্র বাহিনী নিয়ে শরীরের চারপাশে টহল দিয়ে বেরাচ্ছে। আর শুর শুর করে টেনে নিচ্ছে রক্তিম পদার্থগুলো।
এই রাতের আধারে আর কতটুকু খাবি। এক ফোটা দু ফোটা না হোলে একটু বেশিই খাবি। আরে খানা না হোলে বাচবি কি করে। তোদেরকে আর কি বলব তোরা তো ছিচকে চোর ‚তোদের থেকে আরো কত বড় বাড় মশা দিন দুপুরে আমাদের রক্ত খায়।
বহু কয়েল পুরানো হয়েছে কাজ হয়নিরে।শুনেছি মানুষের রক্তে নাকিআর পোশাচ্ছেনা তাই সুন্দরবনের উপর নজর পরছে। ওখানে নাকি অনেক মোটাতাজা পশু পাখি আছে। যাক ওগুলো পেলে আর আমাদের রক্ত শুশে খাবেনা। এ যাত্রায় মনেহয় বেচেই গেলাম ..
লিখছে হাসান আস সাকিব ফেইস বুকে ।
বিষয়: বিবিধ
১৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন