বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মা। মা হন মাত্র ৫ বছর, ৭ মাস, ১৭ দিনে।

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৫৫:২৭ রাত



চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মা লিনা মেদীনা। যে মাত্র ৫ বছর ৭ মাস ১৭ দিন বয়সে তিনি মা হয়েছিলেন।

তিনি বর্তমানে পেরুর রাজধানী লিমাতে বসবাস করছেন।

মেদীনাকে তার বাবা মা অস্বাভাবিক ভাবে পেট বড় হওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে ৭ মাসের গর্ভবতী ঘোষণা করেন।

সার্জারির আগে তার চিকিৎসক ডা. গেরারডো লোজাডা তাকে পেরুর রাজধানী লিমাতে নিয়ে যান অন্যান্য বিশেষজ্ঞদের সাথে নিশ্চিত হতে যে সে সত্যিই গর্ভবতী।

জন্মের সময় মেদীনার ছেলের ওজন ছিল ২.৭ কেজি এবং তার চিকিৎসকের নামে "গেরারডো" নাম রাখা হয় ছেলের।

সে সুস্থ ভাবেই বেড়ে ওঠে কিন্তু ৪০ বছর বয়সে বোনম্যারোর রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

মেদীনা কখনোই তার সন্তানের পিতা এবং তার গর্ভধারণের রহস্য প্রকাশ করেননি।

শিশু যৌন নিপীড়নের দায়ে তার বাবাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে কোন প্রমাণ না পাওয়াতে তাকে মুক্তি দেওয়া হয়। এবং তার সন্তানের সত্যিকার বাবা কে তা অনেক চেষ্টার পরও এখনো উম্মোচন করা সম্ভব হয়নি। অপরদিকে আজও এর ব্যাখ্যা পাওয়া যায়নি যে, ৫ বছরের একটি শিশু কি করে গর্ভবতী হয়।

যৌবনে মেদীনা ডা. লোজাডার লিমা ক্লিনিকে সহকারীর চাকুরী করেন। ১৯৭২ সালে মেদীনা রাউল জরডো কে বিয়ে করেন।

আরো বেশি জানতে এখানে ক্লিক করেন।

পিপাশা না মিটলে এখানেও দেখতে পারেন।

যারা আরো বেশি জানতে চান তারা এখানে ক্লিক করেন।

বিষয়: বিবিধ

৪৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File