বিচারপতি হুঁশিয়ার!!
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৩৭:২৩ রাত
ফাইনাল খেলা হবে একদিন
শোনরে বিচারপতি
সেদিন জজ-ব্যারিস্টার সবই হবেন
সারা জাহান অধিপতি।
ভুলের মাশূল শোধ পাবিনা
হবে তোর করুণ পরিণতি।
দুনিয়ারই আদালতে- ইচ্ছেমত রায় দিতে
ভাবিসনা একবার,
ভিন্নমতকে ভালোমত -করতে দমন অবিরত
করলি কোর্টকে ব্যাবহার।
ওরে, শেষ বিচারের আদালতে
তোর হবেরে কোন গতি।
ফাইনাল খেলা হবে একদিন
শোনরে বিচারপতি।
কালোরে ভালো বলে ভালোকে কালো বলে
দিচ্ছো তুমি রায়,
তাতে-
ভুগছে মানুষ শতশত সরল-নিদোষ মানুষ যত
হয়ে নিরুপায়।
সেদিন মাপ পাবিনা কোনভাবে
তুইযে এক রতি।
ফাইনাল খেলা হবে একদিন
শোনরে বিচারপতি
ফাইনাল খেলা হবে একদিন
শোনরে বিচারপতি।
ফাইনাল খেলা হবে একদিন
শোনরে বিচারপতি
সেদিন জজ-ব্যারিস্টার সবই হবেন
সারা জাহান অধিপতি।
ভুলের মাশূল শোধ পাবিনা
হবে তোর করুণ পরিণতি।
দুনিয়ারই আদালতে ইচ্ছেমত রায় দিতে
ভাবিসনা একবার,
ভিন্নমতকে ভালোমত করতে দমন অবিরত
করলি কোর্টকে ব্যাবহার।
ওরে, শেষ বিচারের আদালতে
তোর হবেরে কোন গতি।
ফাইনাল খেলা হবে একদিন
শোনরে বিচারপতি
কালোরে ভালো বলে ভালোকে কালো বলে
দিচ্ছো তুমি রায়,
তাতে-
ভুগছে মানুষ শতশত সরল-নিদোষ মানুষ যত
হয়ে নিরুপায়।
সেদিন মাপ পাবিনা কোনভাবে
তুইযে এক রতি।
ফাইনাল খেলা হবে একদিন
শোনরে বিচারপতি
ফাইনাল খেলা হবে একদিন
শোনরে বিচারপতি
বিষয়: সাহিত্য
১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন