'' ফুটপথের এক বাঁশিওয়ালা ''
লিখেছেন লিখেছেন আবরার ২৬ আগস্ট, ২০১৩, ০৩:২৫:১৬ দুপুর
এই সরকারের একটার পর একটা নাটক দরকার । ক্ষুব্ধ পাবলিকের মাথা ঠান্ডা রাখতে নাটক এক চমৎকার ভুমিকা রাখে । বিএনপি হোমিও প্যাথিক আন্দোলনে ব্যস্ত । জামায়াত প্রস্তুতি নিচ্ছে । সরকারের বাইরে স্বস্থি থাকলেও ভিতরে আস্বস্তি বিরাজমান । এই মুহুর্তে হলুদ মিডিয়ার সামনে হট কেক নেই । পাবলিকের জন্যে কি খাবার দেয়া যায় । '' ইয়াবা রানী ঐশী '' মোটামুটি কয়েকদিন গরম রেখেছিল । এই বার দৃশ্যপটে কাকে আনা যায় । এরশাদই উপযুক্ত । দৈনিক বাংলাদেশ প্রতিদিন এরশাদের হাতে '' হ্যামিলনের বাঁশি '' তুলে দিয়েছে ! এবার আপনারা কবি-বংশিবাদক এরশাদের ডীগবাজী দেখুন ।
কার্টুন--- বাংলাদেশ প্রতিদিনের সৌজন্যে
নতুন করে পুরান কাসুন্দি--------
**** আমরা মহাজোটে থাকব না ।
***** মহাজোটে এসে কিছুই পাইনি ।
***** বিএনপি নির্বাচন না করলে জাতীয় পার্টি নির্বাচন করবে না ।
***** এই ইসির অধীনে নির্বাচন আমরা করব না ।
*****সকল মামলা হতে এরশাদকে মুক্তি দিতে হবে ।
****** আমরা একক নির্বাচন করব । সরকার গঠন করব । ক্ষমতায় যেতে আর কাউকে সমর্থন দিব না ।
এরশাদ চাচার এই সমস্ত নাটকীয় ডায়ালগে নতুন কিছু আছে কি ? মুলত বিএনপি-জামায়াতকে নির্বাচনের বাইরে রেখে শেখ হাসিনার অধীনে '' নির্বাচন নাটক '' এর সফল অভিনেতা হচ্ছেন বিশ্ববেহায়া লম্পট এরশাদ । খালি মাঠে গোল দেয়ার বড় সখ । ইতিমধ্যে দাদাবাবু '' মুরব্বীরা '' কল করিছে । সব কিছু পাকাপাকি করতে শীগ্র যাচ্ছেন দাদাবাড়ী বেড়াতে । মুরব্বীদের হুকুম ছাড়া উনি কিছুই করতে পারেন না । নাকে খত রিনুউ করতে হয় । আমাদের সে হলুদ মিডিয়া চাচাকে '' হেড লাইনে '' নিয়ে আসলেন । চানাচুর গরম ভাজা , খেতে ভারী মজা । খান আরো বেশী বেশী খান । লক্ষ্য রাখুন পেট যেন খারাপ না হয় ।
****** এই বংশিবাদকের বাঁশির সুরে আসক্ত হয়ে '' বোন '' না '' ভাবী '' দেওয়ানা হন তা দেখার অপেক্ষায় থাকলাম ।******
বিষয়: বিবিধ
১৬৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন