বহিরাগতদের বিরুদ্ধে আমি

লিখেছেন লিখেছেন বাংলার মানব ২৬ আগস্ট, ২০১৩, ০৩:১৮:৪৬ দুপুর

পাহাড় আমাকে কি বলছে তা দেখার বিষয়না আমার,

আমার অনুযায়ী পাহাড় আমাকে কি দিচ্ছে তাই আমার

দেখার বিষয়।

(এখানে আমি পাহাড় বলতে পাহাড়ের সমস্ত

সংবিধানকে বুঝিয়েছি) আমি ভাই পাহাড়ের মানুষ ,

আমি অতসব বুঝিনা, বুঝি শুধুই আমি বাংলাদেশের

একটি স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত একটি এলাকায়

থাকি। আমি কোন সেলিব্রিটি নয়, আমি কোন

অনলাইনের সাংবাদিক নয়, আমি একজন স্বাধীন

চেতনা মানুষ, আমার লিখার অর্থ আমি আমার

আলোচনায় আমার মুক্তমনা। আমি পার্বত্য এলাকায়

বাঙালী বিদ্ধেসীদের প্রতিবাদ করি, এই বলে নয়

আমি উপজাতি বিদ্ধেসী। তবে হ্যাঁ আজ যেই চক্রমহল

আমার জাতিভাই সারা (বাংলার জাতিভাইদের )

বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার

অধিকার আমার আছে। অনলাইন একটি প্রতিবাদমুখর

ওয়েব, আর এই অনলাইনে যারা অপপ্রচার

করছে যারা পাহাড় কেটে নদী বানাচ্ছে ,

যারা পাহাড়কে দ্বীখন্ডিত

করে বাংলাদেশকে আলাদা করছে তাদের

বিরুদ্ধে আমরা রুখে দাড়াবই। আমরা ১৯৭১ সেই

বাঙালী, যারা ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারী,

২৬মার্চ, প্রতিনিয়তই মনে প্রানে রেখে নিজের

মাতৃভুমীর কথা বলি। আমরা একতা , আমরাই বল।

আমরা প্রতিবাদ করবই বহিরাগতের বিরুদ্ধে। তাই

স্লোগান তুলি আমি প্রতিনিয়তই, [বহিরাগত

উপজাতিদের পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক বিবেদ

সৃষ্টি করছে, তাদের চিহ্নত করে আইনের ধারায়

আনা হোক, এবং পার্বত্য এলাকার সকল

পাহাড়ি বাঙালিদের সমান অধিকার দেওয়া হোক

যেখানে কোন কোটা কিংবা অগ্রাধিকার থাকবেনা)

বিষয়: বিবিধ

৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File