সংসদ না জ্যোতিষীগিরী ?

লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ২৬ আগস্ট, ২০১৩, ০৩:৪০:১৫ দুপুর

জাতীয় সংসদে আওয়ামী মন্ত্রী এমপিরা দেখছি এখন ভবিষ্যৎবানী করতে শুরু করছে। এতই যখন

ভবিষ্যৎবানী করার শখ, তখন একটা টিয়া পাখী নিয়ে রাস্তার পাশে বসলেই তো হয়। পাট মন্ত্রী লতিফ সিদ্দিকি যে খেল দেখালেন সংসদে তাতে পুরা মখা হয়ে গেলাম।

তবে তার বক্তব্যের মধ্যে তিনি ইসলামের অনেক বিধান কে অস্বীকার করেছেন।

তার বক্তব্যের লিখিত অংশ নিচে হুবহু তুলে ধরা হল।

-আমি আপনাদের সামনে যে কথাটি তুলে ধরতে চাই,

আমি আপনাদের সবাই কে নিবেদন করব আপনারা সবাই একটু চোখ বন্ধ করুন।

একটু চোখ বন্ধ করুন।

এক মিনিটের জন্য ভাবুন, জামাত, জামাতের দোসর হেফাজত এবং ক্যান্টনমেন্টে জন্ম নেয়া একটি দল রাষ্ট্র ক্ষমতায়।

তাহলে কি ঘটতে পারে?

সকালে উঠে দেখবেন, ফেসবুক বন্ধ, ইন্টারনেট কানেকশান নাই।

মোবাইলে দেখবেন সরকারী বার্তা, ইন্টারনেট একটি ইসলাম পরিপন্থী সেবা।

তাই বাংলাদেশের মত একটি ইসলামী দেশে ইন্টারনেট বন্ধ করে ইসলামী হেফাজত করা হল।

আপনি মন খারাপ করে রাস্তায় বের হবেন?

দেখবেন রাস্তায় কোন কলেজ বা ইউনিভার্সিটি পড়া ছেলে কানে হেডফোন লাগিয়ে ঘুরছে না।

কোন মেয়ে কপালে লাল টিপ দেয়নি।

কোন গৃহিণী সাংসারিক প্রয়োজনে বাজার করছে না।

বাঙ্গালীর বহুদিনের প্রচলিত সাংস্কৃতি, বেয়াই বেয়াইনে ঠাট্টা, দেবরের সাথে ভাবির ছোট ছোট খুনসুটি, চাচাত মামাত ভাই বোনের মধ্যে মধুর আড্ডা অনৈসলামিক অপব্যাখ্যা দিয়ে বন্ধ করার সমন জারি করা হয়েছে।

চারদিক কেমন চুপচাপ, নিথর।

রাস্তায় বিশেষ পোষাকে ধর্ম ঠিকাদারি হিংস্র দৃষ্টিতে লক্ষ্য রাখছে কোথাও জোরে গান বাজছে কিনা।

ছেলে মেয়ে একসাথে রাস্তায় হাঁটছে কিনা।

সামনে পহেলা বৈশাখ।

অথচ কোন কাপড়ের দোকানে লাল সাদা শাড়ি, ফতুয়া পাঞ্জাবী নেই।

সব কয়টি শহীদ মিনার ও ভাস্কর্য ভেঙ্গে ফেলা হয়েছে।

ঢাকা ইউনিভার্সিটির চারুকলা বিভাগটি বন্ধ করে দেয়া হয়েছে।

পাঠ্য বই থেকে রবীন্দ্রনাথ, নজরুলের কবিতা সরিয়ে ফেলা হয়েছে।

শহীদস্মৃতি বিজড়িত স্থান গুলি এক এক করে মুছে ফেলা হয়েছে।

বেগম রোকেয়া, সুফিয়া কামাল, ফেরদৌসির মত নারী কে বেগানা বেপর্দা নারী আখ্যা দিয়ে তাদের সব কীর্তি নষ্ট করে দেয়া হয়েছে।

নারি শিক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ছেলে মেয়ের বন্ধুত্তকে বেহায়াপনা উল্লেখ করে একশ একটি দোররা মারার শাস্তির বিধান রাখা হয়েছে।

চৈত্র সংক্রান্তি ও বসন্ত বরনে রাজপথ নরনারীর কলকাকলিতে মুখরিত হচ্ছেনা।

কারো জন্মদিন পালন হয়না।

ছেলে তার প্রিয়া কে দেখে বলে না, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সেকি মোর অপরাধ?

এবার চোখ খুলুন।

মাত্র এক মিনিটে দেশের যে ভয়াবহ চিত্র আপনি দেখলেন পাঁচ বছরে সে অবস্থা কি হতে পারে তা চিন্তা করুন।

............................................................................................................................................................।

হা হা হা হা হা হা হা পুরা মখা।

বিষয়: রাজনীতি

১৪০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File