আমাদের দেশের পুলিশ ভাইয়েরা,তাদের ভাইকে গুলি করে মারছে?জামাত দমনের আড়ালে স্পষ্ট বিভাজনের রেখা.....?

লিখেছেন লিখেছেন মুক্তমন ২৯ মার্চ, ২০১৩, ০৮:৪৫:৫৬ রাত

আমাদের পুলিশ ভাইয়েরা দেশ ও জনগনের বন্ধু।কিছুতেই দেশের শত্রু নহে। এরা প্রজাতন্ত্রের কর্মচারী।জনগনের বন্ধু।কিন্তু দেশের দুশমনরা এদেরকে,দেশের নাগরিকদের পরষ্পরকে পরষ্পরের দুশমন বানিয়ে ফায়দা লুটতে চাইছে?

এ বিষয়টা আজ পরিষ্কার হয়ে উঠছে জামাত-শিবির দমনের নামে গণ-হত্যা-গণ-হামলা-গণ-গ্রেফতারের মহা তান্ডব জনিত অপপ্রয়াসের মাধ্যমে।

কেননা আজকে ৪২টি বছর দেশে জামাত-শিবিরের কর্মকান্ড দেশ ও জাতির সর্বাঙ্গীন কল্যানেই নিবেদিত।তাদেরকে যেভাবে আজ চিহ্নিত করার চেষ্টা চলছে,তার ধারে কাছেও তারা নেই।ওদের কোন কর্মকান্ডই গোপনীয় নহে,সবই জনসমক্ষে পরিষ্কার। সারাদেশবাসীর জনপ্রিয় অংশ এ জামাত-শিবির।

অথচ ওদেরকে সন্ত্রাসী-জঙ্গী কর্মকান্ডে বাধ্য করতে ওদের শীর্ষনেতাদের বিতর্কিত মামলায় জড়িয়ে প্রশ্নবিদ্ধ বিচারের মুখোমুখি করে তাদের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে নির্বিচারে হত্যা-হামলা-মামলা-রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতনের ষ্টীমরোলার চালানো হচ্ছে।যাতে ওরা ধৈর্যহারা-তিক্ত-বিরক্ত-নিরাশ হয়ে সবশেষে নৈরাজ্যের-সন্ত্রাসের-ধ্বংসাত্মক পথ বেছে নিতে বাধ্য হয়।

যতই দিন যাচ্ছে জুলুমের মাত্রা ততই বাড়ানো হচ্ছে!একসাথে এত নেতা কর্মীর রক্তাক্ত লাশ-এতো পঙ্গুত্ব!এতো হামলা-মামলা কেন?

জামাত-শিবিরতো দিনে-দুপুরে চাপাতিদিয়ে মানুষ খুন করে নি,লগিবৈঠাদিয়ে পিটিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য করে নি?গান পাউডার দিয়ে বাস-ট্রেনে আগুন দিয়ে যাত্রীদের পুড়িয়ে মারে নি?বরং এত জুলুম-অবিচারএর শিকার হয়ে সরাসরি ঈমান-আমলের উপর আঘাত আসলে প্রতিবাদ করতে গিয়ে লাশ আর লাশ!গণহত্যা,গণগ্রেফতার সর্বোপরি সন্ত্রাসী জঙ্গী রাজনীতির অপবাদ পাচ্ছে? নিষিদ্ধের হুংকার তুলছে?জাতির মধ্যে স্পষ্ট বিভাজনের রেখা টানা হচ্ছে?...এসবই আজ গভীরভাবে ভেবে দেখা জরুরী নয়কি?

বিষয়: বিবিধ

৮৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File