ক্যানসারে ভীষণ উপকারী করলা
লিখেছেন লিখেছেন ফারুক আহমদে ২৯ মার্চ, ২০১৩, ০৮:৩০:২১ রাত
ক্যানসারে ভীষণ উপকারী করলা
ক্যানসার নিরাময়ে করলা ভীষণ উপকারী। বিশেষ করে মাথা, ঘাড় ও স্তন ক্যানসার রোধে করলা খুবই সহায়ক। ভারতীয় লোটি ক্যারোলিন হার্ডি চ্যারিটেবল ট্রাস্টের একদল গবেষক এমনটিই দাবি করলেন।
ভারতের সেন্ট লুই বিশ্ববিদ্যালয়ের প্যাথলজির অধ্যাপক রত্না রায় বলেন, দীর্ঘদিন ক্যানসার নিয়ে গবেষণাকালে তিনি দেখতে পান ভারতীয় সবজি তিতা তরমুজ বা করলার মধ্যে যে রাসায়নিক উপাদান রয়েছে তা ক্যানসার নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে।
ভারত ও চীনে সবজি হিসেবে করলার ব্যবহার ব্যাপকভাবে লক্ষ করা যায়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় করলা রাখলে মাথা ও ঘাড় ক্যানসার রোধে তা বিশেষভাবে সাহায্য করে।
তিনি বলেন, “গবেষণায় দেখা যায় মাথা ও ঘাড় ক্যানসারের চিকিৎসায় বিকল্প ওষুধ হিসেবে করলা পরিপূরকভাবে কাজ করছে। ক্যানসার বিস্তার রোধে অত্যন্ত তিতা করলা খুবই কার্যকর। করলার নির্যাস ক্যানসারের সেল গঠনে বাধা দেয়। স্তন ক্যানসার রোধেও করলার নির্যাস খুবই উপকারী বলে জানান তিনি। সূত্র: জিনিউজ।
বিষয়: বিবিধ
১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন