গোলাম আযমের খাবারের লিষ্ট--- আসলে কি সত্যি--
লিখেছেন লিখেছেন আকবার ২৭ জুলাই, ২০১৩, ০২:৫৯:০৯ রাত
রাজসিক খাবার : গোলাম আযমের দেখভাল করছেন এমন এক চিকিত্সক গল্পে গল্পে বললেন, ‘উনি খেতেও পারেন! এই বয়সেও (৯১ বছর) প্রচুর খান।’ হাসপাতালে রক্ষিত তার খাদ্য তালিকাও সে কথা বলছে। গত বছরের ৪ মার্চ গোলাম আযমের স্ত্রী সৈয়দা আফিফা আযম হাসপাতাল কর্তৃপক্ষকে গোলাম আযমের দৈনিক খাবারের একটি তালিকা দেন। সে তালিকার অনুলিপি বিএসএমএমইউ ও কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদেরও দেওয়া হয়। তারপর থেকে সে তালিকা অনুযায়ীই খাবার পাচ্ছেন গোলাম আযম। আজ পর্যন্ত তা অব্যাহত রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি অর্থে তার জন্য রকমারি খাবার কিনছে ও পরিবেশন করছে।
তালিকা অনুযায়ী গোলাম আযমের সকালের নাশতায় রয়েছে চার-পাঁচটি লাল আটার পাতলা রুটি, ডিম ভাজি, আলু ছাড়া সবজি ভাজি, মুরগির মাংসের কারি বা ভুনা, মিষ্টি, এনসিউর (দুধ) ও কলা। বাজারদর অনুযায়ী সকালের নাশতায় ব্যয় হচ্ছে দেড়শ’ থেকে দুইশ’ টাকা। দুপুরে খাচ্ছেন চিকন চালের ভাত, করলা ভাজি, টাকি বা চিংড়ি ভর্তা, বেগুন ভাজি বা ভর্তা, ছোট মাছ বা চিংড়ি ভুনা, সালাদ ও লেবু এবং ফলের মধ্যে মাল্টা, বরই বা নাশপাতি। এজন্য গুনতে হচ্ছে আড়াইশ’ থেকে পৌনে তিনশ’ টাকা। সন্ধ্যার নাশতায় থাকছে লাড্ডু, নিমকি বিস্কুট, হরলিকস বা স্যুপ। আর রাতে দেওয়া হচ্ছে চিকন চালের ভাত, করলা ভাজি, বেগুন ভাজি বা ভর্তা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া বা পেঁপে ভাজি, গরু বা খাসির মাংসের ভুনা, সালাদ ও লেবু এবং ফলের মধ্যে কমলা, মাল্টা, নাশপাতি, আঙ্গুর বা বরইয়ের মধ্যে এক বা দুই ধরনের ফল। ব্যয় হচ্ছে আড়াইশ’ থেকে তিনশ’ টাকা।
বাকিটুকু এখানে পড়েন---Click this link
বিষয়: রাজনীতি
২১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন