হিন্দু হয়েও মুসলমানদের সন্মান দেখানোর স্বাক্ষর রাখলেন-- ৪৫ জন হিন্দু মতালম্বি ব্যক্তি-- Bring it On Bring it On Bring it On

লিখেছেন লিখেছেন আকবার ২৬ জুলাই, ২০১৩, ০৪:৪১:৫০ রাত



নয়াদিল্লি, ১৫ জুলাই- পবিত্র রোজা পালন করা ইসলাম ধর্মানুসারীদের জন্য অপরিহার্য হলেও, এই প্রথম মুসলমানদের সাথে রমজান পালনে ব্রত হয়েছেন হিন্দুরা।

ভারতের রাজধানী নয়াদিল্লীর তিহার কারাগারে এই ঘটনা ঘটেছে। ঐ কারাগারে আটক ১৮০০ মুসলমান বন্দির সঙ্গে রোজা পালন করছেন ৪৫ জন হিন্দু বন্দিও।

রমজান শুরুর প্রথম দিন থেকেই এ সব হিন্দু কয়েদি ‘রোজা’ রাখা শুরু করেছেন এবং পুরো মাস রোজা পালন করবেন বলে জানিয়েছেন। এ খবর নিশ্চিত করেছে ঐ কারা কর্তৃপক্ষ। কারাগারের আইন কর্মকর্তা সুনীল গুপ্ত এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, কারাগারে ১৮০০ মুসলমান বন্দির সঙ্গে ৪৫ জন হিন্দু বন্দিও রোজা রাখা শুরু করেছে।

তিনি আরো জানান, সেহরি ও ইফতারের আয়োজন করাসহ রোজা পালনরত বন্দিরা যাতে কোনো অসুবিধার মুখে না পড়েন কারা কর্তৃপক্ষ তার পুরো ব্যবস্থা করেছে।

হিন্দু বন্দিদের রোজা পালনের সিদ্ধান্তকে হিন্দু-মুসলিম সম্প্রীতির উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সকলেই। সূত্র--Click this link

বিষয়: আন্তর্জাতিক

১৪৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File