সত্যের সৈনিক

লিখেছেন লিখেছেন রাবেয়া রোশনি ০৬ মার্চ, ২০১৩, ০৪:৪৮:০৮ রাত

আমি দেখেনি শকুনের হিংস্রতা,

দেখেছি আমি হায়েনারদের উন্মত্ততা ।

হায়েনাদের রক্তের নেশায় ঝাপিয়ে

পড়তে দেখেছি মুজাহিদ ভাইদের উপর ।

অসংখ্য আঘাতে কাতর হয়ে মাটিতে

লুটিয়ে পড়তে দেখেছি সত্যের সৈনিকদের ।

অন্যায়ের কাছে মাথা নত করতে দেখেনি ।

বুলেটের আঘাতে রক্তের স্রোতে ভেসে

গিয়েছে দ্বীনি ভাইদের দেহ ,

তবুও দমাতে পারে নি সত্যের সৈনিকদের।

বিষয়: বিবিধ

১৪৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File