উপলব্ধি.........তিন
লিখেছেন লিখেছেন রাবেয়া রোশনি ০৩ মার্চ, ২০১৪, ০৯:৫৮:২৪ রাত
আমার রুমের লাইট অফ করে টিবিলে যাব এবং টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসবো । কিন্তু রুমের লাইট অফ করে যেই না আমি যাচ্ছি ধাক্কা খেলাম পাশে রাখা টি টেবিলের সাথে । অহহ ব্যথা পেলাম অনেক খানি কারণ টেবিলের সাইড হচ্চের লোহার আর মাঝখানে গ্লাস। আমি খেলাম লোহার সাথে ধাক্কা। সব সময়ের মত নিজেকে অনেকক্ষণ দোষলাম । দেখে শুনে হাটতে পারি না ছাই ।
কিছুক্ষণ পরে মনে হল আরে আমার রুম। তাছাড়া এই রুমটার কোথায় কি আছে সব আমার নখদর্পণে একটু চোখ বন্ধ করলে চোখের সামনে সব ভেসে আসে । কিন্তু আমি আলো ছাড়া চলতে গিয়ে একটুতে খেলাম ধাক্কা ।তার মানে আমরা আলো দিয়ে পথ চলতে অভ্যস্ত । আমাদের মনস্তান্ত্রিক গঠন ঠিক ওই ভাবে। কারণ অন্ধকারে আমরা আলো কিংবা টর্চ ছাড়া চলতে পারি না ।
তাহলে জ্ঞান হচ্ছে আমাদের জন্য আলো অর্থাৎ কুরআন এবং হাদিসের জ্ঞান ।আর মূর্খতা হল অন্ধকার।
জ্ঞান ছাড়া আমরা পথ চলতে গিয়ে ধাক্কা খাবোই কখনো হোঁচট খেয়ে পড়বো আবার কখনো হারিয়ে যাবো গভীর কোন গর্তে ।
মূর্খতা তথা অজ্ঞতা যখন আমাদের কে অন্ধকারের মাঝে ঠেলে দেয় । তখন আমাদের পথ চলা শুরু হয় অন্ধের মাঝে । । অন্ধকারে হাতড়ে হাতড়ে অন্ধ ব্যক্তির ন্যায় পথ চলা আরম্ভ করি । জীবন পথের সঠিক দিক নির্দেশনা খুঁজে পাই না । অন্ধকার বিভ্রান্তির মাঝে পেলে দেয় আমাদের ।আর আধ্যাত্মিক জগত অন্ধকারে আছন্ন হয়ে পড়ে । যারা আধ্যাত্মিক দিক থেকে অন্ধ থাকে জীবনকে বোঝার এবং অনুধাবন করার ক্ষমতা হারিয়ে ফেলে ।পাপ পঙ্কিলতায় মেতে উঠে ।
অন্য দিকে জ্ঞানএবং প্রজ্ঞা আমাদের সঠিক পথের সন্ধান দেয় । আমাদের আধ্যাত্মিক জগতকে আলোকময় করে, আমাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ক্রমান্বয়ে আমাদের আত্মিক উন্নতি সাধিত হয় ।
ইশ এই জিনিস গুলো কত আগে বোঝার দরকার ছিল এখন গিয়ে বুঝতেছি । নিজেকে আরেক বার দোষলাম ।
তারপর আল্লাহ্ কাছে শুকরিয়া জানালাম ।
বিষয়: বিবিধ
১৬০৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার জন্য
আপনি খুব সুন্দর করে উৎসাহ যোগাতে পারেন মাশাআল্লাহ। অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য জাযাকাল্লাহ খাইরান । শুভকামনা রইলো
আপনাকেও আল্লাহ্ ঊওম প্রতিদান দান করুন আমীন ।
শুভকামনা রইলো
দোয়া করবেন আপু । জাজাকাল্লাহু খাইরান
কিন্তু অন্ধকার এর থেকেও বেশি ক্ষতি করে অসাবধানতা ।
আমার ছোট্ট জীবনে আমি কখনও দেখিনি বা শুনিনি কোন অন্ধ মানুষ গর্তে পড়ে গেছে বা রেলে বা গাড়িতে চাপা পড়েছে অথচ এটা অনেক দেখা যায় অনেক অন্ধ কুরআনের হাফেজ হয়েছে। অনেকেই হয়তো দেখেছেন অন্ধ তার নিজের পরিচিত যায়গায় একা একা চলতে পারে। এলেম অবশ্যই আলো তবে এলেমের ব্যাপারে সাবধানতা এবং বিনয় অবশ্যই প্রয়োজন। দেখুন আপনি যদি সাবধান থাকতেন তাহলে হয়তো এই কষ্টটুকু পেতেননা। আর যেহেতু কষ্টটুকু পেয়েছেন বলেই ভবিষ্যতে আরো সাবধান হবেন -
যাতে জীবনে চলার পথে হোঁচট কম খেতে হয়। আর হোচট খেলেও যেনো এরকম সুন্দর উপলব্দি যদি আসে তবেতো এই হোঁচট খাওয়াটাই স্বার্থক হয়।
অনেক ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য।
নিশি অবসান প্রায়,ঐ পুরাতন বর্ষ হয় গত. . আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও, যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত. . .
মন্তব্য করতে লগইন করুন