বৃথা মানব জীবন
লিখেছেন লিখেছেন রাবেয়া রোশনি ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২৮:০২ রাত
বৃথা এই মানব জীবন
যদি না পারি পাপ লোভ
হিংসা কে ঘৃণা না করতে পারি!!
যদি না পারি মানুষের
কষ্ট লাঘব করতে!!
বৃথা এই মানব জীবন
যদি না মানুষের দুঃখ বেদনা
আমার নিজের হৃদয়ে ধারন
করতে না পারি!!
বৃথা এই মানব জীবন
যদি না আমার প্রাণে বেজে
না উঠে মানবতার গান !!
যারা ধংসের লীলাখেলায় মর্ত্য হয়
বৃথা তাদের জীবন !!
বিষয়: বিবিধ
১৬১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন