উপলব্ধি..... দুই
লিখেছেন লিখেছেন রাবেয়া রোশনি ০৭ জানুয়ারি, ২০১৪, ১২:২৩:৪৮ রাত
আমার বাসায় একটা ছোট্ট রুম আছে । যেটাকে এত দিন স্টোর রুম হিসাবে ব্যবহার করেছি । বাসার বাড়তি ফার্নিচার হতে শুরু করে হাড়ি পাতিল নতুন পুরাতন এবং যত ধরণের ভাঙ্গা চুরা অব্যবহিত সব জিনিষের জায়গা হত ওই রুমে । দিন দিন এই সব জিনিস যেন বেড়ে যাচ্ছিল । মনে হচ্ছিল ইশ এই রুমটা আর একটু বড় হলে আরও কত জিনিসের জায়গা হত । তার মাঝে কিছু দিন থেকে আলাদা একটা রুমের প্রয়োজনীয়তা অনুভব করতাম মূলত পড়াশুনার জন্য ।একদিন আমার মাথার আসল এই রুম টাকে পড়ার রুম করে নিতে পারি । কিন্তু এত সব জিনিস এই সব রাখব কোথায় ! এই সব ভাবতে ভাবতে নীল কে বলে পেললাম আমার ভাবনার কথা । নীলও আমার কোথায় রাজী হয়ে গেলো । যেহেতু আমার ক্লাস নেই। ক্রিস্টমাস উপলক্ষে অনেক দিন বাসায় থাকব। দুজনে মিলে করে ফেলব ইনশাআল্লাহ্ ।
কথা অনুযায়ী নীলের ছুটির দিনে দুই জন মিলে কাজে হাত লাগালাম ।অপ্রয়োজনীয় জিনিস গুলো পেলে দিলাম । আর বাকি কিছু ওই রুমের আলমারির ভিতর রাখলাম । অন্যান্য জিনিস বারান্দায় রেকে রাখা হল । তারপর দুইজন মিলে পরিস্কার করলাম ।প্রায় তিন দিন লেগে গেল । ওই রুমে একটা সেল্প ছিল । ওইটা ধুয়ে মুছে আবার নতুন করে পেললাম ।।এরপর সাজানোর পালা ।
আমার রুমের এখানে সেখানে বই টেবিলের উপরে নিচে বাক্স মধ্যে । সব ওই রুমে নিয়ে গেলাম। আর একে একে দুইজন মিলে সুন্দর ভাবে সাজালাম আলহামদুলিল্লাহ্।ছোট্ট একটা টেবিল জানালার পাশে , চেয়ার আর একটা ল্যাম্প । রুম সাজানোর পর রুমের চেহেরা পরিবর্তন হয়ে গেলো ।কেউ দেখে বুঝবেনা যে এটা একটা প্রাক্তন স্টোর রুম
এই সব করতে গিয়ে কিছু জিনিস অনুধাবন করলাম । আমরা অনেকে নিজেদের উন্নত করতে চাই । নিজেদের মন্দ কাজ এবং অভ্যাস গুলো কে পরিত্যাগ করতে চাই ,নিজেদের ভিতর কে জ্ঞানের আলোয় আলোকিত করতে এবং ভালো গুণাবলী দিয়ে সাজাতে চাই আমাদের অন্তরকে । কিন্তু আমরা এটা ভুলে যায় যে আমাদের ভিতরটাকে আগে ময়লা শূন্য বা খালি করতে হবে । ঠিক ওই রুমের মত তারপর ভাল কিছু দিয়ে পূর্ণ করতে পারব ইনশাআল্লাহ্।
একটা নোংরা , অপরিষ্কার অপরিচন্ন আবর্জনা ভরা ঘর কে আপনি যতই সুন্দর ভাবে সাজাতে চাই না কেন আমরা পারব না । আগে অবশ্যই আবর্জনা , ধুলা বালি গুলো পরিস্কার করতে হবে । তারপর সাজাতে হবে ।
ময়লা ঘর কে দামি ফার্নিচার আর শোপিস দিয়ে সাজানো হলেও ঘরের চেহারা একই থাকবে । বরং দামী ফার্নিচারের উজ্জ্বলতা ম্লান হয়ে যাবে ।
তাই আগে নিজের মনের আগাচা গুলো কে ভালো ভাবে পরিষ্কার করতে হবে তারপর ভালো কাজের গুণাবলী বীজ রোপণ করতে হবে নিজের মাঝে ।
বিষয়: বিবিধ
২৫১৯ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিনকে দিন ফলকে উপর অনেক ময়লা জমে যায় আর সাদা থাকে না কালার হয়ত তাই বার বার পরিস্কার করা প্রয়োজন।
অদ্ভুত কথা হলেও সত্য একটা জড় পদার্থ হতে পারে ঘর পরিস্কার করা যতটা সহজ আর সময়ের ব্যাপার
মন কিন্তু মোটেও একরূপ না
জ্ঞান যতই থাকুক না কেন সহজে পরিস্কার হয় না এর সাথে মিশে যায় অভিজ্ঞতা
পরিবেশ আর সমাজের নোংরা রাজনীতি তাই হয়তবা ছোট্ট বেলার সাদা ফলক আর ফিরে আসে না।
কিন্তু আমাদের মন যখন কোন অসুস্থতায় আক্রান্ত হয় আমরা কি ঠিক ওই ভাবে তৎপর হই বা টিটমেন্ট করি । যতটা আমাদের শারীরিক অসুস্থতার জন্য করি । তাছাড়া শয়তান আংকেল তো আছে আমাদের সার্বক্ষণিক প্ররচিত করার জন্য ।
অভ্যাস এক দিনে গড়ে উঠে না। দিনে দিনে হয় । তাই আমাদের লক্ষ্য রাখা উচিৎ রোগ যেন সারা শরীরে বিস্তৃত না হতে পারে, অল্পতে অপসারণ করতে হবে।
অনেক অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন
করব ইনশা আল্লাহ, আল্লাহ আমাদের সাহায্য করবেন ।ধন্যবাদ আপু ।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু
আরো সমৃদ্ধ হোক তোমার উপলব্ধি এই দোয়া করি।
সুন্দর মন্তুব্য পেয়ে আমার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ্ । অনেক অনেক শুকরিয়া আপুনি
আমরা আমাদের নিজেদের অন্তর এবং বাহিরের সকল বিষয়গুলোকেই প্রথমে আগাছা তুলে ফেলতে হবে এবং পরে বীজ বপন করতে হবে তবেই সফলতা আসবে ইনশা আল্লাহ!
তোমার উপলব্ধটি খুবি চমৎকার! নতুন জ্ঞান ঘরের মাধ্যমে আলো জ্বালিয়ে যাও আপুনি সেই শুভকামনা হোক!
গঠন মূলক মন্তুব্য জন্য জাজাকাল্লাহু খাইরান । ঝিকিমিকি ফুলের জন্য অনেক অনেক ভালোবাসা
আরো লেখা উপহার দিবেন।
অনেক ধন্যবাদ আপনাকে
আর নিজেকে খালিপাত্র মনে করতে হবে বুঝতে হবে যে পাত্র খালি সেটাতেই কিছু আসতে পারে কিন্তু ভরা পাত্রে কিছুই আসেনা।
সুন্দর উপলব্ধির জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ্ আমাদের সঠিক বুঝ দান করুন আমীন ।
অনেক বেশি সুন্দর আপনার কথা গুলো ।
আমিও হারিকেনের সাথে একমত আর কয়েক লিখে পোস্ট করে দিতে পারেন ।
জাজাকাল্লাহু খাইরান
সুন্দর উপলব্ধি রোশনি সোনা।
জাজাকাল্লাহু খাইরান আপুমণি
অনেক ভালবাসা রইলো
অনেক ধন্যবাদ আপুনি
শুভকামনা রইলো
তুমি ঠিক বলেছঃ
তাই আগে নিজের মনের আগাচা গুলো কে ভালো ভাবে পরিষ্কার করতে হবে তারপর ভালো কাজের গুণাবলী বীজ রোপণ করতে হবে নিজের মাঝে ।
তোমার বাগানের জন্য আমার প্রথম উপহার
আমার বাগানে আপুর সুন্দর উপহার সযত্নে রোপণ করলাম । পরিচর্যাও যাতে ঠিক মত করে যেতে পারি দোয়া করবেন আপুমণি।
জাযাকাল্লাহু খাইরান
অনেক দিন পর আপুকে দেখলাম ।
কেমন আছেন ?
অনেক অনেক শুকরিয়া আপুমণি
শুভকামনা রইলো
ভালো থাকুন
মন্তব্য করতে লগইন করুন