ঐ লাল সাদা জামা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ জানুয়ারি, ২০১৪, ১২:১০:২৪ রাত
ঐ লাল সাদা জামা
বোন ফেলানির শরীরে ছিল পরা।
ঐ লাল সাদা জামা
কাটাতারে ঝুলিয়ে রেখেছিল বিএসএফের হায়েনারা।
ঐ লাল সাদা জামা
আমাদের অন্তরের যন্ত্রণা।
ঐ লাল সাদা জামা
আমাদের বুবা কান্না।
ঐ লাল সাদা জামা
আমাদের অন্তরের কম্পন।
ঐ লাল সাদা জামা
আমরা মনে রাখব সারা জীবন।
ঐ লাল সাদা জামা
মনে করিয়ে দেয় একাত্তর।
ঐ লাল সাদা জামা
সন্তান হারা পিতা মাতার কান্না।
ঐ লাল সাদা জামা
কখনো শেষ হবে না তার বেদনা।
ঐ লাল সাদা জামা
প্রতিবাদের জন্য তৈরী হওয়ার বার্তা।
ঐ লাল সাদা জামা
বাংলাদেশের লাল সবুজের পতাকার অংশ।
ঐ লাল সাদা জামা
ভারত কর্তিক হাজারো হত্যা ও নির্যাতনের চিহ্ন।
ঐ লাল সাদা জামা
দাবি করে আমরা কারো তাবেদারী চাইনা।
ঐ লাল সাদা জামা
আমরা বৃতা যেতে দেবনা ।।
বিষয়: বিবিধ
১৪৮৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সীমান্তে মানবাধিকার কাঁদে হায় হায়
মন্তব্য করতে লগইন করুন