মিছিল হবে, গুলি হবে। ৩ মার্চের ১৩টা লাশ।
লিখেছেন লিখেছেন বিতর্কিত মুফরাদ ০৩ মার্চ, ২০১৪, ১০:১৬:৩১ রাত
আজ ৩রা মার্চ। আমি আবারও সাঈদী রক্ষার
আন্দোলন করব। মিছিল হবে, গুলি হবে।
"আমার ভাইকে গুলি করেছে রে আমার
ভাইকে গুলি করেছে। আমার ভাইকে বাঁচান।"
এক হাতে আহত অজ্ঞান
ভাইকে টেনে নিয়ে যাচ্ছে আরেক হাতে লোক
জনকে ডাকতেছে সাহায্যের জন্য।
আদরের ছোট ভাই। পাঁজরে গুলি লেগেছে। গল গল
করে রক্ত বের হচ্ছে। পিচ ঢালা রাস্তায় ছপ ছপ
রক্তঃ কোথাও গড়িয়ে গড়িয়ে রাস্তার কিনার
পর্যন্ত গেছে, কোথাও ফিনকি দিয়ে বের
হওয়া ফোটা ফোটা রক্ত, কোথাও
টেনে নিয়ে যাওয়ার চিহ্ন।
এতক্ষনে মারা গেছে। বড় ভাই লাশ
টেনে নিয়ে যাচ্ছে। এক হাতে ছোট ভাইয়ের হাত
ধরা আরেক
হাতে ডাকতেছে আমার ভাইকে বাঁচান , আমার ভাই!
২০১৩র আজকের দিনে বগুড়ার
ইয়াকুবিয়া সাতমাথার মোড়ে এমনি এক দৃশ্য
অবলোকন করেছি আমি। সাঈদী রক্ষার
আন্দোলন। এক হাতে ছিল বাঁশের লাঠি আর ছিল
কলিজাকে আগলে রাখা বুকের খাঁচা, কোন ঢাল ছিল
না।
একে একে গিয়েছি আর লাশ হয়ে ফিরেছি। এক
মহিলা সহ ১৩ লাশ। এত সহজেই বলা হয়ে গেল।
এক একটা লাশঃ আর এক একটা ইতিহাস
মনে রাখতে হবে। ক্যামেরার ফ্লাশ ঐ পর্যন্ত
যায়না। এক হাতে ধরা ছোট ভাইয়ের লাশ।
টেনে নিয়ে যাচ্ছে বড় ভাই। আরেক হাতে সাহায্যের
জন্য ঢাকছে ভাই আমার ভাই আমার ভাইকে বাঁচান।
ঘটনাগুলো ছিল এরকমই হৃদয়বিদারক।
আবার ৩রা মার্চ আসবে। হয়তো এ ঘটনা সব
ভুলে যাব। মনে করতে পারবো না। মনে থাকবে না।
হঠাত্ খেয়ালে বেখালে মনে পড়বে। একটু
অনুপ্রেরণা পাবো। চোয়াল শক্ত হবে খুনিদের
মারার জন্য।
ছোট ভাই যখন হাত
ধরে বলবে ভাইয়া কালকে তোকে দেয়নি এই নে তোর
পাওনা লুডুলসের ভাগ। তখন হয়তো মনে পড়বে।
মা যখন ভাত বেড়ে বার বার ডাকবে তখন
হয়তো খেয়ালে বেখেয়ালে মনে পড়বে ৩রা মার্চের
সেই মায়ের কথা। ভুলতে পারবো না।
আজ আমি আবার তেজোদীপ্ত সাঈদী রক্ষার
আন্দোলনে। মিছিল হবে অলিতে গলিতে, গুলি হবে।
আমার কন্ঠে কন্ঠ মিলাবে ৩রা মার্চের
১৩টা লাশ!
বিষয়: বিবিধ
৯৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফিরবোনা আর নীড়ে
--------------------------
এই মুজাহিদ, থমকে দাঁড়াও
নিতে দাও পদদুলি,
তোমার আশায় জেগে আছি আজও
ডরিনা মিথ্যে বুলি।
তোমার কন্ঠের কোরানের বাণী
আজো বাজে মোর কানে,
হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই
ছুটিত 'প্যারেডের' পানে।
মাহফিল নয়, মহা সমুদ্র
বর্ষায় ভরা নদী,
বজ্র কন্ঠে বাতিল কাঁপিত
হারানোর ভয়ে গদী।
নাগিনী-যুগিনী মেতেছে আজি
মাতমে ফাটায় বুক,
কলিজা কাঁপানো জানাযার মিছিলে
না জানি হারায় সুখ।
হতাশা নয়, রুখে দাঁড়াও
নেই পথ পালাবার,
শহীদ কাফেলার কাফনের মিছিল
শবযাত্রা কারবালার।
অভিমানীরাও আজি ছূটেছে জিহাদে
মুখে কোরানের বানী,
রক্তাক্ত জনপদের আর্তনাদ শূনো
ঘুচাতে হবে সব গ্লানি।
তোমার শব্দে পতঙ্গের মত
ছূটে এসেছে লাখো ভাই,
হারানোর কিছু নেই জগতে
নীড় ছেড়েছে তাই।
অশ্রু নয়নে যাবেনা তুমি
চেয়ে দেখো পেছন ফিরে,
কসম(সত্বার), তোমার মুক্তি নাহলে
ফিরবোনা আর নীড়ে।
মন্তব্য করতে লগইন করুন