তারপরেও এ সাক্ষীর কথা কি বিশ্বাস করা যায় ?
লিখেছেন লিখেছেন বিতর্কিত মুফরাদ ১৪ অক্টোবর, ২০১৪, ০৬:০৮:৩২ সন্ধ্যা
শুনুন মাওলানা মতিউর রহমান
নিজামী এর
বিরুদ্ধে সাজানো সাক্ষী বিচ্ছু
জালাল এর কথা!!!
বিচ্ছু জালাল বলেছে ৩০ আগস্ট
রাজাকাররা তাকে ধরে নিয়ে যায়।
আবার জেরায় সে বলেছে ৩
সেপ্টেম্বর মেলাঘরে সে প্রথম
রাজাকার শব্দ শুনেছে।
কোনটি সত্য?
সে বলেঃ ট্রাইব্যুনাল-১ এ
সাক্ষ্য দেয়ার সময় বদী,
রুমী এবং জুয়েলকে ১৯৭১
সালের ২৯ আগস্ট রমনা থানায়
ধরে নিয়ে যায়
বলে যেকথা সে বলেছে ট্রাইব্যুনাল-২
এ তা সে ভুল করে বলেছে।
ট্রাইব্যুনাল-১
যা বলেছে তা সঠিক বলেছেন
তার প্রমান কি?
জাহানারা ইমাম তার
বইয়ে বলেছেন, বদী, রুমি, জুয়েল
নির্যাতন, হত্যার সাথে কোন
বাঙ্গালী জড়িত ছিলনা। আর
বিচ্ছু জালাল বলেছেন
মাওলানা নিজামী এর
সাথে জড়িত।
বিচ্ছু জালাল বলেছে,
স্বাধীনতার পর সে রুমিদের
বাসায় গেছেন এবং রুমির
পিতার সাথেও দেখা হয়েছে।
অথচ রুমির পিতা মারা গেছেন
১৩ ডিসেম্বর।
তাহলে স্বাধীনতার পর তার
সাথে তার দেখা হল কি করে?
এরপরও কি এই
সাক্ষীকে বিশ্বাস করা যায়?
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন