দাওয়াতে ইলাল্লাহের সামগ্রীক তাতপর্য্য

লিখেছেন লিখেছেন মহাকালের চাকা ০৬ মার্চ, ২০১৩, ০৪:৪৬:১০ রাত

আমি মনে করি 'দাওয়াতে ইলাল্লাহে' দুই প্রকারঃ ১. 'আমরেবিল মা'রুফ' এবং ২. 'নাহী আনিল মুনকার'। প্রথটির অর্থ ও তাতপর্য্য হল, জনগণকে আল্লাহ ,রাসুল ও আখেরাতের উপর ঈমানের আলোকে ভাল কাজ তথা নেক আমলের দায়িত্ব, কর্তব্য ও লাভ না করলে ক্ষতি ইত্যাদি বুঝিয়ে,তাদেরকে উতসাহ দেওয়া, মৌখিক ভাবে ডাকা অথবা কোন কোন ক্ষেত্রে অবশ্য পালনীয় দায়িত্ব-কর্তব্য হিসাবে মানতে রাষ্ট্রীয় ভাবে বাদ্য করা। এসবই হল আমরেবিল মা'রুফ। দাওয়াতের এই কাজটির মাধ্যমে যদি অপেক্ষাকৃত নেককার, বুঝমান ঈমান্দার জনগণকে কেবল উতসাহ দিয়ে বাদ্য না করে ডাকা হয় তবে আহবানকারী ব্যক্তির কিংবা দলের উপর তেমন কোন বাধা আসার কথা নয়। তবে সমাজের অপেক্ষাকৃত কম বুঝমান বেআমলী ব্যক্তি, দলকে যদি এই নেককাজগুলো করতে রাষ্ট্রীয় বা সামাজিক ভাবে বাদ্য করা হয় তাহলে দাওয়াতে তাবলীগকারী ব্যাক্তি বা দলের উপর বাধা না আসিয়া পারেনা।

আর দ্বীতিয় প্রকারের দাওয়াতের কথায় আসি। এটি হল নাহিআনিল মুনকার। এটি বদকাজের নিষিদ্ধতা,ক্ষতি ইত্যাদি বুঝিয়ে জনগণকে এগুলো ত্যাগ করতে উতসাহ দেওয়, বদকাজে অভ্যস্তদেরকে সমালোচনা করা এবং কোন কোন ক্ষেত্রে দাওয়াতী-দলগত ভাবে তাদেরকে এসকল অন্যায় কাজগুলো ত্যাগ করতে বাধ্য করলে বাধা আসাটা অবধারিত। এই দ্বীতিয় প্রকারের দাওয়াতের কাজটি করতে গিয়ে যুগে যুগে নবী-রাসুলদেরকে এবং তাদের অনুসারী উম্মতদেরকে অনেক পরীক্ষা, বাধার সন্মূখীন হতে হয়েছিল। যালেম শাসকের বা কোন পথভ্রষ্ট সমাজের কৃত অন্যায়ের প্রতিবাদ করাটাও এক প্রকারের দাওয়াতে ইলাল্লাহে, যাহাকে নাহীআনিল মুনকার বলা হয়। এই প্রকারে দাওয়াত দিলে দায়ীইলাল্লাহ ব্যক্তি বা দলকে অবশ্যই বাধার সন্মূখিন হতে হবে। আজকের বাংলাদেশ তথা উপমহাদেশের তাবলগি জামাত প্রথম প্রকারের সহজ ও বাধাহীন দাওয়াতের কাজটি করতেছে। তাই তাদেরকে কোন বাধার সন্মুখিন হতে হয়না। দাওয়াতে ইলাল্লাহের বিরোধী সমাজের তিন শ্রেণী কর্তৃক তাবলীগ জামাত নামক দলটি অনেকক্ষেত্রে সাহায্য ও সমর্থনও পায়। অমুসলীম রাষ্ট্রগুলোতে তথা আমেরিকা যেতে মুসলমান নামধারী শাহরুখানের মত বিখ্যাত চিত্রনায়কেরা বাধাপ্রাপ্ত হলেও অরাজনৈতিক তাবলীগজামাত কিন্তু বাধাপ্রাপ্ত হয়না। আর প্রথম ও দ্বিতীয় প্রকারের সম্মিলীত দাওয়াতে ইলাল্লাহের কাজটি করার জন্য বিভিন্ন রাজনৈতিক তাবলীগদল যথা- জামাতে ইসলামী,ইসলামী ছাত্রশিবির, চরমোনাই ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট সহ বিভিন্ন ইসলামীদলকে প্রাণন্তকর পরীক্ষা ও বাধার সন্মূখিন হতে হয়। আসলে আমাদের বাংলাদেশের ও উপমাহাদেশের তাবলীগজামাতের ভাইয়্যেরা দাওয়াতে ইলাল্লাহের এই সামগ্রীক তাতপর্য্যটি এখনো বুঝে উঠতে পারছেননা। আল্লাহ উনাদেরকে দ্বীনের সহীহ সামঝ দান করুন, আমীন।

বিষয়: বিবিধ

১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File