এক মুমিন মুমিন ব্যাতিত অন্য কোন অপেক্ষাকৃত কম মুমিনকে ভালবাসতে পারেনা।
লিখেছেন লিখেছেন মহাকালের চাকা ০৩ মার্চ, ২০১৩, ০১:২১:২৭ রাত
মুমিন ভাই সকল! আসসালামু আলাইকুম। উপরের শিরনামে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তাহা মূলত মুসলমানের আল্লাহ-ভালোবাসা, রাসুল(সাঃ) এর ভালবাসা, ও আমাদের মুখলেছ ঈমানের মাত্রার মাপকাঠি। এই মাপকাঠির ভিত্তিতে আজকের এই বিচ্ছিন্ন বহু ফেরকায় বিভক্ত মিল্লাতে মুসলমান তথা উম্মতে খাতামুন্নাবিয়্যে মুহাম্মাদি সাঃ ঐক্য বদ্য হতে পারছেনা। সেজন্য আমাদের দেশে এমনকি গোটা পৃথিবীতে বিধর্মী তথা বিজাতীয়দের নেততৃত্বের অধীনে থেকে শয়তানের রাহুগ্রাসের শিকাড় হয়ে আছে। সেজন্য আমরা সর্বোচ্চ সংথ্যকবার পঠিত কোরআন মাজিদের নামধারী ও বংশগতীয় উত্তরাধিকারী হলেও আমরা পূর্ণাঙ্গ জীবনব্যাবস্থা ও সমাজব্যাবস্থাপূর্ণ একমাত্র এই গ্রন্থটির বিধানাবলী প্রতিষ্ঠা করার জন্য আমরা বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলসমূহ ঐক্যবদ্ধ হতে পারছিনা।
বিষয়: রাজনীতি
১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন