কাম ছাড়া খাওয়াও চাই একটু কম ?!
লিখেছেন লিখেছেন নাইস ২৫ মে, ২০১৩, ১১:৩৯:৪৬ সকাল
একটানা বৃষ্টি হচ্ছে। পড়ছে টিনের চালে।
ছাতাহীন মানুষগুলো দিল দৌড় পাতালে।
ক্ষেত পুকুর ভরে পানি কদম খাছের তলে
এখানের সব পানি এক যায়গা দিয়া চলে।
বড় এক ভাই জাল দিয়ে বড় ফাঁদ বানায়
অন্য ভাই মাছ থুয়ে আবার দৌড় দিয়ে যায়।
বাতাস ঠান্ডা তাই আমি কাঁথায় জড়াই
ঠাটা-বৃষ্টিতে করি তবে কিসের বড়াই?
একটু তো ভিজবই যদি যাই রান্না ঘরে
দুই ঘরে একটু ফাঁকা আর টিনের পরে।
ভালই তো শুয়ে শুয়ে ঝম ঝম ঝম
কাম ছাড়া খাওয়াও চাই একটু কম!?
বিষয়: সাহিত্য
১১২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন