গোলাম সারোয়ার স্বিকার করলেন তারা চক্রান্ত করেই বন্ধ করেছেন আমারদেশ পত্রিকা। এই গোলামদের গোলামী আর কত কাল সইবো?
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৫ মে, ২০১৩, ১১:২১:১২ সকাল
৭১ টিভিতে গোলাম, সারোয়ার বললেন, আমি অনেক আগেই তথ্যমন্ত্রীকে আমার দেশ বন্ধ করে দিতে বলছিলাম। তখন বন্ধ করলে এত ক্ষতি হতোনা। সরকার যখন বন্ধ করলো ততক্ষনে সব শেষ! আমি যদিও বিবৃতিতে সই করেছি, সেখানে আমরা উল্লেখ করেছি যেই পক্রিয়ায় আমার দেশ বন্ধ করা হয়েছে তা সঠিক নয়। আমরা পক্রিয়াটার বিরুদ্ধে বলেছি।
নামের আগে গোলাম থাকাটা সারোয়ারের জন্য ঠিক আছে। এর আগে আমরা দেখেছি গোলাম বিএনপির সময় খালেদা জিয়ারর খুব ঘনিষ্ট ছিলেন। হাওয়া ভবনের সাথেও ভালো সর্ম্পক রেখে ছিলেন এই গোলাম।
তিনি বর্তমানে যেই পত্রিকার সম্পদনা করছেন, সেই সমকালের সার্কুলেশন কত?
সমকাল নামক পত্রিকাটির গুরুত্বইবা কতটুকু?
আমার দেশ বন্ধ করার আগের দিনও তিনলক্ষ সার্কুলেশন ছিলো। অনলাইনেও ছিলো সেরা।
আমার দেশ যদি মিথ্যা ভিত্তিহিন আজুগুবি নিউজ দিতো তাহলে এত পাঠক পেলো কিভাবে?
দেশের সব লোক কি পাগল হয়ে গিয়েছে?
গোলামদের হিংসার অন্যতম কারণ হচ্ছে মাহমুদুর রহমানের কলম। প্রচলিত নিয়ম ভেঙ্গে সাহসী কলম সৈনিক মাহমুদুর রহমান সাংবাদিকতার ইতিহাসে নতুন ধারা তৈরী করে ছিলেন। সংবাদ কর্মীদের দিয়ে ছিলেন স্বাধীনতা।
গোলামদের মত গোলামী করতে বলেন নি অধিনস্তদের।
পাঠকদের বিশ্বাস অর্জন করা সহজ নয়।
আমারদেশ পত্রিকাটি দেখতে খুবই মলিন থাকলেও তার বাজার দর ছিলো সবোর্চ্চ!
৩৬ পৃষ্টার এলিট ঝকঝকে পত্রিকা গুলিকে পেছনে ফেলে আমার দেশের সার্কুলেশন এর এই উর্দ্ধমুখি অগ্রযাত্রায় সংঙ্কায় পড়ে যায় তারা সরকারকে অবিরত প্রেসার দিয়ে যায়। যেন বন্ধ করে দেওয়া হয় আমার দেশ।
তাই পত্রিকা বন্ধ হওয়ার পর নিশ্চুব থাকে কথিত ১৫জন এলিট সম্পাদক। ঘটনার মাস খানেক পরে যেই বিবৃতি তারা দিয়েছেন এটা সম্পূর্ন লোক দেখানো।
গোলামদের পরিকল্পনায় পরিচালনায় আমারদেশ বন্ধ হলেও পাঠকদের হৃদয়ে এখনও আমারদেশ বেচে আছে। রাজপথে মাহমুদের জন্য মিছিল হচ্ছে।
আমরা বিশ্বাস করি সত্য আর ন্যায়ের জন্য যেই যুদ্ধ শুরু হয়েছে তাতে মাহমুদুর রহমানের জয় আসবেই।
কেননা ইতিহাস তাই বলে। মির জাফরদের পরাজয় নিশ্চিত।
জয় হোক সত্যর, জয় হোক মানবতার!
বিষয়: বিবিধ
১৪৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন