মহাশক্তিধর টর্নেডো নাকি আল্লাহ গজব????!!!!

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৫ মে, ২০১৩, ১২:১৫:১৭ দুপুর

খবর: আমার দেশ পিত্রকা: বৃহস্পতিবার ২৩ মে ২০১৩, ৯ জ্যৈষ্ঠ ১৪২০, ১২ রজব ১৪৩৪ হিজরী

খবরিট পড়ুন। তবে যে যাই বলুক না কেন, তা যে আল্লাহর গজব, তা কিন্তু অনেকে স্বীকার করে না।

আমরা বলি, তা ছিল আল্লাহর গজব।

পড়ুন.........

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার ওপর দিয়ে বয়ে যাওয়া সোমবারের ভয়াবহ টর্নেডোটি ছিল হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও প্রায় ছয়শ’ গুণ শক্তিশালী। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা মঙ্গলবার জানিয়েছে, গতির ক্ষিপ্ততা ও ক্ষয়ক্ষতির ব্যাপকতার কারণে ওই টর্নেডোটিকে ইএফ-৫ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। টর্নেডোর সময় ৩২০-৩২৭ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। একাধিক আবহাওয়াবিদ এপিকে জানিয়েছেন, প্রায় এক ঘণ্টা স্থায়ী ওই টর্নেডোটি ছিল হিরোশিমার পারমাণবিক বোমার চেয়ে আট থেকে ছয়শ’ গুণ বেশি শক্তিশালী। অনেক বিশেষজ্ঞ বলেছেন, এর চেয়েও বেশি শক্তিশালী ছিল টর্নেডোটি।

কোথাও কোথাও টর্নেডোটির ব্যস ছিল দুই কিলোমিটার এবং তা ৪০ মিনিট ধরে ২৭ কিলোমিটার পর্যন্ত আঘাত হানে। সাধারণ টর্নেডো এই আকারের হয়ে থাকলেও ওকলাহোমার মতো শক্তিশালী টর্নেডো এরকম হয় না বলে জানিয়েছেন জাতীয় ভয়াবহ ঝড় গবেষণাগারের আবহাওয়াবিদ হ্যারোল্ড ব্রুকস।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের মাত্র ১ শতাংশ টর্নেডো বা প্রায় ১০ বছরে একটি টর্নেডো এ ধরনের ভয়াবহ হয়। এ নিয়ে গত ১৪ বছরের মধ্যে তৃতীয়বারের মতো মুর শহরে ভয়াবহ টর্নেডো আঘাত হানল। কিছু লোক অবাক হচ্ছেন, কেন এমন হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক, আবহাওয়া ও দুর্ভাগ্যের সম্মিলিত ফল মুরের এ টর্নেডো।

মুর শহরে এ ধরনের ভয়াবহ টর্নেডোর কারণ হিসেবে অনেক আবহাওয়াবিদ শুধু দুর্ভাগ্যকেই দায়ী করছেন। বিজ্ঞানীরা এখন জানার চেষ্টা করছেন যে বৈশ্বিক উষ্ণতার সঙ্গে এই টর্নেডোর কোনো সম্পর্ক আছে কিনা। সূত্র : এপি

বিষয়: বিবিধ

১২৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File