বউ নিয়ে সবাই লিখে...চ্রামে এট্রু ট্রাই মারলাম!
লিখেছেন লিখেছেন মু নূরনবী ২৫ মে, ২০১৩, ১২:১৭:৫৮ দুপুর

নয়টা ছয়টা অফিস করে
যখন ফিরি বাসায়
মন বসে না ঘরেতে আমার
দিন কাটে যে আশায়! ![]()
আশায় আশায় যাচ্ছে মোর
সোনার দিনগুলো
কবে যে আসবে সে
প্রাঙ্গণে মোর জ্বালবে আলো! ![]()
ছুটির দিনটা কাটে যে মোর
ভীষণ হতাশায়
কোন কিছুতে ভাল লাগে না
ভাবি ,বসে ধরলো আবার এ কোন নেশায়! ![]()
ব্লগে আসি ফেবুতে যাই
সবখানেতে বউয়ের কথা
পাগলেরে স্মরণ করিয়ে দেয়
মনে লাগে বড় ব্যাথা! 
লালসালু টা দিচ্ছে ছড়া
হয়ে বউয়ের হাতের নাটাই
বেচারা বড় কষ্টে আছে
সহানুভূতিটুকু জানাই! ![]()
প্যারিস থেকে লিখছে কেউ
বউয়ের গুণকীর্তন গেয়ে
তাই দেখে আপুরা সব
তৈল মারছে পোস্টটাতে গিয়ে! ![]()
আমরা আছি ম্যাঙগো পাব্লিক
মহা অসুবিধায়
ভয় লাগায়েন না ,বুকে থুতু দিয়ে নামছি এবার
বউ খোঁজার ধান্ধায়!!! ![]()
কপালেতে যাই আছে
তাই নিয়ে করতে হবে বসবাস
আল্লাহর কাছে চাইতে হবে
হওয়া যাবে না নিরাশ। ![]()
বি:দ্র: আমাদের এই চাওয়া-না পাওয়ার জীবনে ক্ষণিক সময় হাসিগানে থাকার প্রয়াসেই লেখা। লেখকের সাথে পংক্তিমালাকে না মেলানোর সবিনয় অনুরোধ থাকবে। চাইপাস লিখি...কবিতা বা ছড়া আমাকে দিয়ে হয়নি, হবেও না! এ সব অখাদ্য পড়ে কারো বদহজম হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ![]()
বিষয়: বিবিধ
১৮২১ বার পঠিত, ০ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন