লাকির উপর হামলা এবং জবির ছাত্র ফেডারশনের বক্তব্য

লিখেছেন লিখেছেন শেখ মাহমুদ ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:০৮:৫৬ বিকাল

অগ্নিকন্যা লাকি আক্তার,জগন্নাথবিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাংগাঠনিক সম্পাদক। আমার তার সাথে ভার্সিটির স্বার্থ সংলিষ্ট অনেক আন্দোলনে অংশ নিয়েছি, বিশেষ করে ২৭(৪) ধারার সময় আমি ছিলাম একজন সক্রিয় আন্দোলন কারী । যাক এ সব কথা , আামার ক্লাসের বন্ধু (নাম প্রকাশ করলাম না-তবে রোল নং-০৯২১৯৮,হিন্দু) সে ভার্সিটি শাখার ছাত্র ফেডারশনের সাংগাঠনিক সম্পাদক । সে আমাকে ১৪/০২/২০১৩ তারিখে ক্লাসে প্রশ্ন করলো মাহমুদ তুই নাকি ফেসবুকে আন্দোলনের বিরোদীতা করছির ?

তুই কি ফাসি চাস না?

আমি বললাম দেখ,আমি ফাসি চাই, আমি তোর সাথে আছি,তোকে কে এমন কথা বলল?

.......................(আলোচনা)..................।

এমন সময় ও বলল যাক এসব কথা,চল শাহবাগে যাই। আমি বললাম এখন ৩টা বাজে আমি দুপুরের খাবার খাইনি। ও আমাকে বলল চল যত পারিস আমি তোকে বিরানী খায়াবো। (সুতরাং বুঝা যায় খাবারের অভাব নেই)।

............অনেক আলোচনা চলছে......................

এমন সময় আমি ওকে বললাম-লাকির উপর হামলা হল, একুশে টিভিতে প্রচার করল, তোমরা সাংবাদিক সম্মেলন করার কথা বলেও কেন করলে না.

সে আমাকে বলল আমারা বামরা সম্মেলন করার পক্ষে ছিলাম। কিন্তু আমাদের বড় অংশ হল সিপিপি,তাদের সাথে সরকারের সম্পর্ক ভাল আর লাকি সিপিপি করে তাই তারা সরকারের অনুরোধে সম্মেলন করে নাই।

আমি বললাম এতে করে আন্দোলনতো প্রশ্নবিদ্ধ হল ?

সে বলে আমরা কি করব বল ?

ছাত্র ইউনিয়নের না হয়ে ও যদি আমাদের ফেডারশনের হত, তাহলে সরকারের খবর ছিল।

এতে করে আমরা অন্যান্য বাম দলগুলোর মাঝে নানা রকম সমস্যা হচ্ছে।

আমি বললাম তাহলে তোরা সরকাররে সাথে মিশে আন্দোলন করছিস?

সে বলে এটা ঠিক, আমরা সরকারের সাথে এ্কত্রিত হতে চাইনি। কিন্তু কি করব বল তাদের কথা না শুনলে তো আবার আন্দোলন করতে দিবে না।

..................................আরও আসছে পরবর্তী পোষ্টে..

বিষয়: রাজনীতি

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File