একুশ তুমি (২১ শে ফেব্রয়ারী)

লিখেছেন লিখেছেন শেখ মাহমুদ ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১১:০২ রাত



একুশ তুমি মহান

একুশ তুমি রক্তে শ্বশান ।

একুশ তুমি এসেছিলে

চোখে অনেক স্বপ্ন নিয়ে,

অনেক মায়ের আচল ছিড়ে

বেরিয়ে এসেছিলে রাজপথে ।

একুশ তুমি জানতে হয়তো

তুমি হবে সফল,

তাইতো তুমি বিলিয়ে ছিলে

অনেক মায়ের আশার আছল।

ভাষাই ছিল তোমার আশা

বাঙালীর প্রতি চিল ভরসা,

সার্থক মোরে করবে এরা

বিনিময়ে পাবে মাতৃভাষা ।

স্বীকৃতি তুমি পেলে শেষে

আর্ন্তজাতিক ভাষা হিসেবে,

গর্বিত হল সকল জাতি

ঋনী মোরা সালাম,বরকত তোমাদের প্রতি ।

একুম তুমি কি

যায়না সহজে বোঝা,

তুমি যে মোদের গর্বিত প্রতীক

তোমার জন্য কোটি শহীদ মিনার খাড়া ।

একুশ তুমি অনুপ্রেরনা

তোমার কারনে স্বাধীন আমরা

একুশ তুমি মহান জাতির সৃষ্টিকারী

তোমার কাছে ঋনী আমি ।।

বি:দ্র: কবিতাটি আমার লেখা ১০ ফেব্রয়ারী-২০০৭ সালে।যখন আমি এইচ,এস,সি ১ম বর্ষে শিক্ষার্থী । জানি না আপনাদের কাছে কেমন লেগেছে , তবে আমি আশাবাদী আমার ক্ষুদ্র মস্তিষ্কের প্রচেষ্টা হয়তো একটু ভাল লাগলে ও লাগতে পারে আপনার কাছে।

[এস,এম,এ মাহমুদ]

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180055
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ভালো লেগেছে Rose Rose
180064
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৭
অজানা পথিক লিখেছেন : অসাধারন!
180065
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৮
অজানা পথিক লিখেছেন :
কবি আল মাহমুদের সেই ছড়াটি আজ খুব মনে পড়ে


ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুরবেলার অক্ত
বৃষ্টি নামে,বৃষ্টি কোথায়?
বরকতের ঐ রক্ত?

হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে,এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে!

প্রভাতফেরির মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।

চিনতে নাকি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে?

পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিলো যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নি।

প্রভাতফেরি,প্রভাতফেরি
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।

______________আল মাহমুদ
180109
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩৯
শিকারিমন লিখেছেন : খুব ভালো লাগলো।
ধন্যবাদ।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
136589
শেখ মাহমুদ লিখেছেন : Happy
180506
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৬
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File