কৃপন প্রেমিকযুগলের কেীতুক
লিখেছেন লিখেছেন শেখ মাহমুদ ১২ এপ্রিল, ২০১৩, ০৬:২৭:১৩ সন্ধ্যা
একটা ফ্ল্যাটের ২ জন ছেলেমেয়ে পরস্পরকে ভালবাসে। কিন্তু ফ্ল্যাটের সবাই তাদের পরিচিত বলে তারা ঠিকমত কথা বলতে পারে না।
একদিন রাতে ২ জনের দেখা করার কথা হল।
মেয়ে : বলল আমি যখন ৫ তলা হতে তোমার নিচ তলায় একটা পয়সা ফেলব, তখন তুমি পয়সাার আওয়াজে উপরে চলে আসবা। তাই মেয়েটা রাত ১১.৩০ টায় পয়সা ফেলল এবং আওয়াজ হল।
ছেলে : পয়সার আওয়াজ পেয়ে বাইরে এল , প্রায় ২ ঘন্টা সে পয়সাকে খুজতে লাগলো। এবং পয়সা না পেয়ে সে মেয়ের কাছে গেল ২ ঘন্টা পর।
মেয়ে : তুমি এতো দেরি করলে কেন ?
ছেলে : কি বলল তুমি পয়সা ফেললে আর আমি সেই পয়সা নিয়ে আসবো না ? তোমার পয়সা খুজতে গিয়ে দেরি হয়ে গেছে ,কিন্তু পয়সা পাই নাই।
মেয়ে : কি বল, আমি কি পয়সা স্বাভাবিক ভাবে ফেলছি ? আমি তো পয়সাকে সূতার সাথে বেধে ফেলছি আর আওয়াজ হওয়া মাত্রটা তুলে নিয়ে আসছি।
বিষয়: বিবিধ
২০০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন