সাংবাদিকতা বানম রাজনৈতিক ফন্দা
লিখেছেন লিখেছেন শেখ মাহমুদ ০৪ নভেম্বর, ২০১৩, ০৭:০২:০৮ সন্ধ্যা
আমাদের দেশের বর্তমান যে কোন দলের বড় মাপের রাজনৈতিক নেতা হতে চাইলে সর্বপ্রথম যেটা দরকার তা হল সাংবাদিকতা পেশায় যোগ দেওয়া। একটু ভেবে দেখুন তারা বাংলাদেশে রাজনীতি করবে আবার সাংবাদিকতা ও করবে এর ফলে তাদের বিরুদ্ধে কোন কিছু বলা হলে তখন তারা সমগ্র সাংবাদিকতাকে ব্যবহার করে। তারা কোন সময় বলে না তারা একজন রাজনীতিবীদ বরং তারা সব সময় রাজনৈতিক ফয়দা লাভ করে যাচ্ছে। আর এই সাংবাদিকরা যখন তাদের রাজনৈতিক মতাদর্শ ব্যবহার করে দলীয় মতামত সাংবাদিকতার মাধ্যেমে প্রকাশ করে তখন আর তাদের কাছে কোন প্রকার অপেশা দায়িত্ব বোধ হয়না কিন্তু যখন কোন দল এর ফলে কোন প্রকারপ্রতিরোধ বা প্রদিবাদ জানায় তখন তারা তাদের কে সাংবাদিক হিসাকব জাহির করে।
বিষয়: বিবিধ
১৫৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন