''শুভ জন্মদিন মানাহেল''
লিখেছেন লিখেছেন নিলা পাথর ০৫ নভেম্বর, ২০১৩, ১২:৪৪:০৪ রাত
আজ সেই ৫ই নভেম্বর,
মানাহেল তুমি এসেছিলে
আলো করে ঘর।
কেঁদে তুমি জানিয়েছ,
তোমার আগমন।
খুশিতে ভরেছিল
মোদের হৃদয় মন।
ছোট ছোট হাত পা নেড়েচেড়ে,
কেঁদেছিলে মুখটি লাল করে,
কোলে তোমায় নিয়েছিলাম বহু যতন করে।
নকশী করা ছোট্ট কাঁথা মুড়ে
সেই মানা আজ সাত বছরের মেয়ে
দৌড়ে চলে মোদের পিছু ফেলে।
এমনি করে মানা সোনা অনেক বড়্ হবে,
আজ জন্মদিনে তোমার জন্য এ দোয়াই রবে।
''মামণি''
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন