ভলোবাসা চিরন্তন,
লিখেছেন লিখেছেন নিলা পাথর ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:২০:৫০ রাত
ঘৃণা নয়, প্রতিশোধ নয়,হিংসা নয়, বিদ্বেষ নয়,শুধুই ভালোবাসা এ ভালোবাসা কোন একটি বিশেষ দিনের জন্য নয়।সমগ্র জীবনের জন্য। কোন একজন মানুষের জন্য নয় পৃথিবীর সব মানুষের জন্য।সবার জন্য অনেক ভালোবাসা অনেক শুভ কামনা,পৃথিবীটা ভালোবাসার স্বর্গরাজ্য হয়ে যাক। ''অভিযোগ শুধু তাদের বিরু্দ্ধে,যারা মানুষের উপর অত্যাচার চালায় এবংপৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়।তাদের জন্য রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি''আশ-শুরা-৪২নং আয়াত।
বিষয়: বিবিধ
১৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন