''মা আমার''

লিখেছেন লিখেছেন নিলা পাথর ১১ মে, ২০১৪, ১২:১০:৫৬ রাত

মা আমার সূর্যদয়ের নরমহাসি,

বটের ছায়ায়,রাখালের সুরেলা বাশিঁ।

মা আমার, শিউলী ঝড়া শীতের সকাল,

ফুলেল সাজে, সুবাসিত বসন্তকাল।

মা আমার, নীল আকাশের বিশালতা,

মায়ের স্নেহে ভুলে যাই,আমার যত দু্ঃখ ব্যাথা।

মা আমার, পদ্মদীঘির শীতল জল,

মায়ের বুকে ভালোবাসা সদাই টলমল।

মা আমার, পলিজমা নরম মাটি,

পরিবারে শান্তি,সুধা,সুখের ঘাটি।

মা আমার, বর্ষার রিমঝিম বারিধারা,

মায়ের স্নেহ, অবিরাম বয়ে চলা স্রোতধারা

মা আমার, সবুজে ঘেরা গাঁয়ের পথ,

নিঃসীম অন্ধকারে দেখা, আলোর রথ।

মা আমার,জ্যোৎস্না মাখা নিঝুম রাত,

ভালোবাসার পরশমাখা মায়াবী হাত।

মা আমার ,শান্তির শ্বেতশুভ্র পায়রা,

যেন জান্নাতের শীতল ফোয়ারা।

আল্লাহ্‌ তুমি বড়ই মেহেরবান,

মায়ের মত নিয়ামত,করেছ মোদের দান,

গাফেল মোরা, রাখিনা মায়ের সন্মান।

আল্লাহ তুমি নেকবুদ্ধি করো মোদের দান,

রাখতে পারি যেন,মমতাময়ীর মান।

যার পায়ের নীচে রয়েছে চিরস্হায়ী জান্নাত।

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220036
১১ মে ২০১৪ রাত ১২:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
১১ মে ২০১৪ দুপুর ১২:২০
167824
নিলা পাথর লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান ভালোলাগার জন্য।
220042
১১ মে ২০১৪ রাত ১২:৪০
ইবনেআদম লিখেছেন : খুব ভালো হয়েছে... মায়ের মমতা ভুলার মতো নয়। মা বাবার জন্য দোয়া করা আমাদের সকলের দায়িত্ব।
১১ মে ২০১৪ দুপুর ১২:২৫
167827
নিলা পাথর লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান,আমরা যেন আমাদের নেক দায়িত্ব পালন করে যেতে পারি।
220048
১১ মে ২০১৪ রাত ০১:২৫
সালমা লিখেছেন : ভালো লাগল প্রভাসে মাকে খুব মিস , আপনাকে ধন্যবাদ
১১ মে ২০১৪ দুপুর ১২:৩১
167830
নিলা পাথর লিখেছেন : আমিও আপনার মত প্রবাসে প্রতিনিয়ত মাকে মিস করছি।আল্লাহ্‌ আমাদের সবার মাকে সুস্হ,সবল ও নেক হায়াত দান করুন। আমিন।
220051
১১ মে ২০১৪ রাত ০১:৪১
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ
১১ মে ২০১৪ দুপুর ১২:৩৫
167833
নিলা পাথর লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।ভালোলাগার জন্য।
220055
১১ মে ২০১৪ রাত ০৩:২৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো Rose Rose Rose Rose
১১ মে ২০১৪ দুপুর ১২:৩৬
167834
নিলা পাথর লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান।
220100
১১ মে ২০১৪ সকাল ০৯:৪৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
220173
১১ মে ২০১৪ দুপুর ১২:৩৮
নিলা পাথর লিখেছেন : ভালোলাগার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File