''মা আমার''
লিখেছেন লিখেছেন নিলা পাথর ১১ মে, ২০১৪, ১২:১০:৫৬ রাত
মা আমার সূর্যদয়ের নরমহাসি,
বটের ছায়ায়,রাখালের সুরেলা বাশিঁ।
মা আমার, শিউলী ঝড়া শীতের সকাল,
ফুলেল সাজে, সুবাসিত বসন্তকাল।
মা আমার, নীল আকাশের বিশালতা,
মায়ের স্নেহে ভুলে যাই,আমার যত দু্ঃখ ব্যাথা।
মা আমার, পদ্মদীঘির শীতল জল,
মায়ের বুকে ভালোবাসা সদাই টলমল।
মা আমার, পলিজমা নরম মাটি,
পরিবারে শান্তি,সুধা,সুখের ঘাটি।
মা আমার, বর্ষার রিমঝিম বারিধারা,
মায়ের স্নেহ, অবিরাম বয়ে চলা স্রোতধারা
মা আমার, সবুজে ঘেরা গাঁয়ের পথ,
নিঃসীম অন্ধকারে দেখা, আলোর রথ।
মা আমার,জ্যোৎস্না মাখা নিঝুম রাত,
ভালোবাসার পরশমাখা মায়াবী হাত।
মা আমার ,শান্তির শ্বেতশুভ্র পায়রা,
যেন জান্নাতের শীতল ফোয়ারা।
আল্লাহ্ তুমি বড়ই মেহেরবান,
মায়ের মত নিয়ামত,করেছ মোদের দান,
গাফেল মোরা, রাখিনা মায়ের সন্মান।
আল্লাহ তুমি নেকবুদ্ধি করো মোদের দান,
রাখতে পারি যেন,মমতাময়ীর মান।
যার পায়ের নীচে রয়েছে চিরস্হায়ী জান্নাত।
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন