কওমী মাদ্রাসা ইসলাম প্রতিষ্টার ক্ষেত্রে বড় বাধা, হাসিনা বুঝলেও শফী (রঃ) বুঝে না।

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ০৬ মে, ২০১৪, ০৮:২০:২০ রাত

মুল বিষয়ে আলোকপাত করার আগে কিছু প্রশ্নের জানা দরকার।



১। কওমী মাদ্রাসায় কারা পড়ে?

২। কওমী মাদ্রাসায় কি পড়ানো হয়?

৩। কওমী মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যত কি?

৪। কওমী মাদ্রাসা থেকে কি ইসলাম সম্পর্কে জানা সম্ভব?

৫। সকল হাফেজই কি ইসলাম সম্পর্কে জানেন?

৬। মুফাসসিরে কোরানের কাজ কি?

৭। শায়খুল হাদিসের কাজ কি?

৮।ওয়াজ মাহফিলের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্টা সম্ভব?

৯। বড় ধরনের ইসলামী মহাসম্মেলন করে কি ইসলাম করা সম্ভব?

১০। ইসলাম কি আনুষ্ঠানিকতা নির্ভর বিষয়?

১১। সমাজ উন্নয়নে আলেমদের কি ভুমিকা?

১২। কোরানকে বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষনে কওমী আলেমদের কি ভূমিকা?

১৩। নবী রসুল কিংবা সাহাবীদের জীবনী বর্ননা করাই কি আলেমদের কাজ?

১৪। তাদের বেশভূষা ধারন করাই কি যথেষ্ট?

১৫। বিজ্ঞান চর্চা কিংবা জ্ঞান-বিজ্ঞানের উতকর্ষতায় আলেমদের কি ভূমিকা?

১৬। নাস্তিকদের ক্ষুরধার যুক্তির বিপরীতে ফাঁসি চাওয়ার পরিবর্তে পাল্টা যুক্তি কি সবশ্রেনীর মাদ্রাসার ছাত্র জানে?

১৭। নাস্তিকরা যেভাবে সমাজে ইসলাম বিদ্বেষী কর্মসূচী গ্রহন করেছে তা বুদ্ধিভিত্তিকভাবে আলেমরা প্রতিহত করার কোন কর্মসূচী কি আছে?

১৮। আলেমরা কি রাষ্ট্রের কাছে অসহায় আত্মসমর্পন করতেই থাকবে?

১৯। নাকি চিরাচরিত শান্তিপ্রিয় মানুষ হিসেবে অশান্তিকে পাশ কাটিয়ে চলবে?

২০। কুরান-হাদীস পড়া ও জানাই কি শেষ কথা?

আসলে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলেই কওমী মাদ্রাসাকে ধ্বংস করার চেষ্টা করে কিংবা এটাকে আধুনিকায়ন কিংবা সরকারের পৃষ্টপোষকতায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা খারাপ নিয়তে করলেও আদতে এটা বাংলাদেশে ইসলাম প্রতিষ্টার জন্য মাইলফলক হিসেবে আমি বিবেচনা করি। কারনে উপরের যে প্রশ্নগুলি করেছি এগুলোর বেশীরভাগই আলেমদের পক্ষে নেতিবাচক। তাই আলেমদেরকে হীনমন্যতা থেকে বের করার জন্য আওয়ামী লীগের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। এটার অন্তরালে এমন কিছু নিয়ামক আছে যা দ্রুততম সময়ে ইসলাম প্রতিষ্টায় সহায়ক ভূমিকা পালন করবে। তাই এই ইস্যুতে আওয়ামী লীগকে সমর্থন করা জরুরী।

বিষয়: বিবিধ

২৬২০ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218247
০৬ মে ২০১৪ রাত ০৮:৪৬
মাজহার১৩ লিখেছেন : সম্ভাব্য ইসলাম বিরোধী ততপরতা, সাংস্কৃতিক ও মিডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আলেম সমাজের কি কোন প্রস্তুতি আছে?
218249
০৬ মে ২০১৪ রাত ০৮:৫১
বেদনা মধুর লিখেছেন : আপনি যে ইসলামের কথা বলছেন সেটা ওনেকে আরো আগে বলেছেন। তারা বলেছেন ইসলামে পর্দা নাই। রাজনীতি নাই। শাস্তির বিধান নাই। একের অধিকা বিবাহ নাই। ধর্ম ব্যাক্তিগত বিষয়। যার ইচ্ছা সে ধর্ম পালন করবে । দাওয়াত দিলে জঙ্গি হবে।
হ্যাঁ এইসব আপনারা চান। জানি জানি। এরকম ইসলাম অনেকেই চায় আপনারাও চান।
যারা সারা জীবন কোরান হাদিস এর গবেষণা করছেন তারা ইসলাম বুঝলেন না? শুধু আপনারাই বুঝলেন? সরকারি ইসলাম হলেই ঠিক আছে। লীগের ইসলামও ঠিক আপনি যা চাচ্ছেন ঠিক সেরকম। তবে কোরান হাদিস পড়ে যদি ইসলাম বুঝতে চান তাহলে সারা জীবন ইংলিশ এর মাধ্যমে কোরানের তারজুমা পড়ে সম্ভব নয়। এর জন্য কওমি মাদ্রাসার বিকল্প নাই।
আর কওমি মাদ্রসা সেকুলারদের জন্য একেবারেই জম। যে কারণে আপনারা আগে কওমি মাদ্রাসা বন্ধ করার কথা বলছেন। বলতে থাকুন। কোনো লাভ হবে না। দীন আল্লাহ হেফাজত করবেন।
সেকুলার আর ইসলাম আগুন পানির মত। সেকুলারদের ইসলাম দরকার নাই। আপনারা সেকুলারিজম নিয়ে থাকুন। আমরা ইসলাম নিয়ে থাকি।
০৬ মে ২০১৪ রাত ০৯:০১
166308
মাজহার১৩ লিখেছেন : সেকুলারদের বন্ধু বলে সেকুলারের বিরোধিতা করা স্ববিরোধিতা হয়ে গেল না?
218251
০৬ মে ২০১৪ রাত ০৮:৫৬
ফেরারী মন লিখেছেন : আপনার সাথে সহমত। ওদের বর্তমান সিলেবাস থেকে পাশ করে সরকারী কোনো উচ্চপদস্থ স্থানে চাকুরি করা যায় না। তাহলে সরকার চাচ্ছে যুগোপযোগি করতে সেখানে তেতুল হুজুরের সমর্থন দিতে দোষ কি?
218255
০৬ মে ২০১৪ রাত ০৯:০৯
মাজহার১৩ লিখেছেন : আলেম হওয়ার জন্য কিংবা ইসলাম জানার জন্য কি কওমী মাদ্রাসায় যাওয়া বাধ্যতামূলক?
তাবলীগের সাথীরা যতটুকু ইসলাম মানেন মাদ্রাসার আলেমরা কি এর চেয়ে বেশী মানেন?
তাবলীগের লোকেরা যতটুকু ইসলামের খেদমত করেন কওমী আলেমরা কি ততটুকু করেন?
০৬ মে ২০১৪ রাত ১০:০৮
166335
আহ জীবন লিখেছেন : ইসলামী চরিত্র গঠনের জন্য দ্বীনদার বাবা মা ই যথেষ্ট। কিন্তু ইসলাম জানতে গেলে মাদ্রাসার বড় বেশি প্রয়োজন। তাবলীগ এর কথা বললেন ওটা হচ্ছে স্কুল আর মাদ্রাসা হচ্ছে ইউনিভারসিটি।
০৬ মে ২০১৪ রাত ১০:১২
166336
মাজহার১৩ লিখেছেন : মাদ্রাসার এই জ্ঞান সমাজ পরিবর্তনে কিংবা জাতি গঠনে কি কোন ভূমিকা রাখছে?
০৬ মে ২০১৪ রাত ১০:৩৭
166348
আহ জীবন লিখেছেন : ইসলামী চরিত্র গঠনের জন্য দ্বীনদার বাবা মা ই যথেষ্ট। কিন্তু ইসলাম জানতে গেলে মাদ্রাসার বড় বেশি প্রয়োজন। তাবলীগ এর কথা বললেন ওটা হচ্ছে স্কুল আর মাদ্রাসা হচ্ছে ইউনিভারসিটি।
০৬ মে ২০১৪ রাত ১০:৪৫
166358
আহ জীবন লিখেছেন : দুঃখিত একই কথা দুইবার হয়ে গেল।
০৬ মে ২০১৪ রাত ১০:৫৫
166372
মাজহার১৩ লিখেছেন : তবে পরের প্রশ্নের সুনির্দিষ্ট জবাব ফেলে খুশি হতাম।
আর আমি কওমী মাদ্রাসা বন্ধের কথা বলিনি, আমি আসলে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের দৃষ্টিভংগী নিয়ে প্রশ্ন রেখেছি।
০৬ মে ২০১৪ রাত ১১:৪১
166397
আহ জীবন লিখেছেন : ভাই আমিও আপনার দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছি।
প্রশ্নের উত্তর টা যে কোত্থেকে দিব সেটা আমিও কনফিউজড। কেন যেন মনে হচ্ছে উত্তর টা আমি জানি কিন্তু আসলে আমি যা ভাবছি তা সঠিক কিনা, সঠিক হলেও কতটুকু সঠিক জানিনা তাই উত্তর দিতে পারছিনা। আবার আমার দৃষ্টি ভঙ্গি কোন নতুন সমস্যার জন্ম দিবে কিনা সেটা ও ভাবছি। জানি অল্প বিদ্যা ভয়ঙ্কর। ক্ষমা করবেন।

এটুকু বলি সকল সমস্যার মুলে বেক্তিগত ঈমান এবং শিক্ষা।
218258
০৬ মে ২০১৪ রাত ০৯:২১
ছিঁচকে চোর লিখেছেন : গর্ধভ শফি একটা আবাল
মাথায় নেই কোনো মাল
০৬ মে ২০১৪ রাত ০৯:২৫
166312
মাজহার১৩ লিখেছেন : মুরুব্বি মানুষ, এভাবে বলবেন না ।
218270
০৬ মে ২০১৪ রাত ০৯:৪৯
জিনিয়াস লিখেছেন : কি লিখলেন রে ভাই? বেদনা মধুর এর ক্ষেপার কারণ ধরতে পেরেছেন নিশ্চয়ই?
218271
০৬ মে ২০১৪ রাত ০৯:৫০
ঈগল লিখেছেন : আল্লাম শফী সাহেব জীবিত। অতএব (র) নয়। হাফিজাল্লাহ বা দা.মা. ব্যবহার করতে পারেন।
০৬ মে ২০১৪ রাত ০৯:৫৬
166329
মাজহার১৩ লিখেছেন : জীবন্মৃত।
218282
০৬ মে ২০১৪ রাত ১০:০৬
ঈগল লিখেছেন : সত্যিই বলেছেন। উনি আধ্যাত্মিকভাবে মৃত। পরিণত হয়েছেন কাপুরুষে। এই কয়েকদিন আগেও যারা কিছু র্পোটাল নিউজ দেথে হেফাজতের বিরোধিতা করত আমি তার তীব্র প্রতিবাদ করতাম। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম, ঐ র্পোটালওয়ালাদের কথাই ঠিক।
218293
০৬ মে ২০১৪ রাত ১০:১৯
সন্ধাতারা লিখেছেন : কোন বিতর্কে যা জড়িয়ে শুধু এটুকু বলতে চাই অনেক আলেম- ওলামাগণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা করছেন তা ইসলাম বিরুদ্ধ।
০৬ মে ২০১৪ রাত ১০:২৮
166344
মাজহার১৩ লিখেছেন : আলেম-ওলামারা আসলে সুবিধাবাদ জিন্দাবাদ।
০৮ মে ২০১৪ রাত ০১:১৪
166742
সমালোচক লিখেছেন : @মাজহার১৩ --
যারা রাজনৈতিক ইসলামী আন্দোলন করছেন তারা-ও কি গোলাপী ম্যাডামকে সাথে নিয়ে সুবিধাবাদ জিন্দাবাদ ধ্বনি দিচ্ছেন না ?
১০
218309
০৬ মে ২০১৪ রাত ১০:৩৭
দ্য স্লেভ লিখেছেন : ইসলাম যে কেউ চর্চা করতে পারে। এর মূল বিষয়বস্তু বুঝতে হবে। এর মূল বিষয়ই হল এটাকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকতে হবে,নইলে ইসলামের বহু বিধান পরিপালনই সম্ভব নয়। এটা প্রতিষ্ঠিত না থাকলে প্রতিষ্ঠার জন্যে একযোগে কাজ করতে হবে। সেখানে মাদ্রাসা,ইউনিভার্সিটি সবাই থাকবে এক হয়ে। আপনি যে প্রশ্ন করেছেন তা ঠিক। সেসব প্রশ্নের উত্তর তাদের জানা উচিৎ ছিল। কিন্তু তাদেরকে সমাজ থেকে আলাদা করে ফেলা হয়েছে। এমতাবস্থায় ইসলাম তাদের দ্বারা প্রতিষ্ঠিত হলেও তারা চালাতে পারবে না। কারন প্রাকটিক্যাল জ্ঞান জরুরী। কিন্তু সরকার তাদের উন্নতির যে বয়ান করছে সেটা ধোকাবাজি। ওদেরকে দ্বিধাদ্বন্দে ফেলে ,ঈমান,আকীদার ১২ বাজানোর পায়তারা করছে তাদের শিক্ষায় হাত দিয়ে। দেখা যাবে তথাকথিত শিক্ষায় উন্নতির মধ্যে হয়েছে--তারা ইন্টারনেট ব্যবহার করছে,স্মাটফোন ব্যবহার করছে এবং ফেসবুকিং,খারাপ সাইট ব্যবহার করছে। এটাই সরকার এবং উন্নত রাষ্ট্রগুলো চাচ্ছে। এরপর তাদেরকে সেক্স এডুকেশন,কো-এডুকেশন এর ব্যাপারে প্রস্তাব করা হবে।
০৬ মে ২০১৪ রাত ১০:৫১
166369
মাজহার১৩ লিখেছেন : কিন্ত সরকার চাইলেই রাতারাতি সরকারের কুবাসনা চরিতার্থ করতে পারবেনা। মাদ্রাসা শিক্ষার পাশাপশি জাগতিক জ্ঞানের যখন সমন্বয় হবে তখন তাদের নতজানু চরিত্রে পরিবর্তন আসবে, কেউ কেউ সব বিষয়ে ইসলামাইজড করতে শিখবে। তাদের ধ্যান ধারনার পরিবর্তন হবে যার সুদুরপ্রসারী ফল ভাল হবে। আমরা যদি আধা-সরকারী মাদ্রাসার কথা বলি সেখানকার ছাত্ররা কিন্তু ভারসাম্যপূর্ন পড়া লেখা করে। তাদের পড়া শেষে মাদ্রাসার শিক্ষক কিংবা মসজিদের ইমামতির পেছনে দোড়াতে হয় না। তারা কওমী মাদ্রাসার ছাত্রদের তুলনায় সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে।
আশা করি বুঝতে পেরেছেন।
০৭ মে ২০১৪ সকাল ০৯:৪৮
166425
দ্য স্লেভ লিখেছেন : আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি। তাদেরকে জ্ঞান বিজ্ঞানে পারদর্শী করে গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি ওখান থেকে কেউ যদি ডাক্তার হয়,তবে মানব কল্যানে তার ভূমীকা প্রশংসনীয় হবে....অন্য ক্ষেত্রেও একই
১১
218336
০৭ মে ২০১৪ রাত ১২:৫৮
আবু জারীর লিখেছেন : ্কঠিন প্রশ্ন। জবাব চাই।
১২
218337
০৭ মে ২০১৪ রাত ০১:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার প্রশ্নের উত্তর পাওয়াটা কঠিন।
১৩
218342
০৭ মে ২০১৪ রাত ০২:৫৫
সাদাচোখে লিখেছেন : আপনার প্রশ্ন ও চিন্তাধারাকে সাধুবাদ জানাই।

আপনার এই কোটেশান টা 'খারাপ নিয়তে করলেও আদতে এটা বাংলাদেশে ইসলাম প্রতিষ্টার জন্য মাইলফলক হিসেবে আমি বিবেচনা করি'- মূলতঃ ঈগল ভাইয়ের চিন্তাকে ইকো করে। অসৎ মানুষ ড্রাইভিং সিটে বসে আপনার প্রত্যাশানুযায়ী চেইন্জ করবে - এটা ভাবা কিংবা সমর্থন জানানো - একটু বেশী চাওয়া বৈকি।

তবে সময় এসেছে - সকল অডকে উপেক্ষা করে - ইসলামপ্রিয় মানুষদের এটেনশান কাওমী মাদ্রাসার দিকে দেবার, তাদের সাথে এংগেইজ হবার।
১৪
218359
০৭ মে ২০১৪ সকাল ০৭:৫৮
এম এ আলীম লিখেছেন : এসব প্রশ্নের উত্তর কোনদিন তারা দিতে পারবেনা।আমি কওমীদের অনেকের সাথে কথা বলেছি তাদের কাছে সঠিক কোন জবাব নেই।একদিকে ১৩ দফা দাবী করছে নাস্তিক সরকারের কাছে অপরদিকে রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠার ব্যপারে সুনির্দিষ্ট কোন লক্ষ্য নেই।বিগত ৪২ বছরে যদি ১০০০ করে আলেম সরকারী চাকুরীতে যোগ দিত তাহলে ৪২ হাজার আলেম থাকতো।
০৭ মে ২০১৪ সকাল ১০:০৬
166426
মাজহার১৩ লিখেছেন : ১৩ দফাই কি বাস্তবায়নের জন্য এত পড়া লেখা করছে?
১৫
218416
০৭ মে ২০১৪ দুপুর ১২:০১
সপ্তম লিখেছেন : তারমানে ইসলাম প্রতিষ্টর জন্য মওদুদীর জামাতই একমাত্র পথ।

ভনডামি আর কত?
০৭ মে ২০১৪ দুপুর ১২:২২
166456
মাজহার১৩ লিখেছেন : মওদুদীর জামাত তো ধ্বংসের দারপ্রান্তে, আজো একজনকে সাতক্ষীরায় মেরে ফেলা হয়েছে। এই সরকার ৫ বছর ক্ষমতায় থাকলে জামায়াতকে নির্বংশ করে দিবে, জেলে যারা আছে ইলেকট্রিক শক দিয়ে তাদের যোনক্ষমতা নষ্ট করা হচ্ছে ১০ বছর পরে দেখবেন জামাতীরা প্রোডাকশন দিতে পারছেনা।
কিন্তু আমি যে প্রশ্নগুলো রেখেছি এগুলোর কি কোন সদুত্তর আপনার কাছে আছে?
১৬
218432
০৭ মে ২০১৪ দুপুর ১২:২৬
পরবাসী লিখেছেন : আপনার করা প্রশ্নগুলোর কিছু সত্য কিন্তু মতলব ভয়াভহ রকম খারাপ,

ক্বওমী মাদ্রাসা আপনাদের অপব্যাখ্যা গুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা।
০৭ মে ২০১৪ দুপুর ১২:৩৪
166457
মাজহার১৩ লিখেছেন : অপব্যাখ্যা যদি পরিষ্কার করতেন!
১৭
218444
০৭ মে ২০১৪ দুপুর ১২:৫৩
সপ্তম লিখেছেন : দেশে ইসলামী শাসন কায়েম করার জন্য গুলাবী ম্যাডামের সাথে হাত মিলাইলি। এখন আবার হেফাজতীদের থেকে নাসতিক হাসিনা তগো কাছে ভাল হয়া গেলো???
১৮
218711
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
শেখের পোলা লিখেছেন : আওয়ামী অন্তটাও পড়ুন আর এমন কিছু প্রশ্ন খুঁজে বার করুন, তবই হয়ত পা বাড়ানো যেতে পারে৷ নয়তো যে হেফাজতটুকু আছে তাও শেষ হয়ে যেতে পারে৷ ভিক্ষে না দিলেও কুত্তাটা তারা ঠেকিয়ে রেখেছে৷ ধন্যবাদ৷
১৯
218884
০৮ মে ২০১৪ সকাল ০৭:৪২
মনসুর আহামেদ লিখেছেন : সম্ভবত, হাসিনা এ কাজ করবে না। ওদের ভয়
দেখাচ্ছে।
২০
222613
১৭ মে ২০১৪ বিকাল ০৪:১৯
আহমদ মুসা লিখেছেন : মাজহার ভাইয়ের প্রশ্নগুলো খুব সুন্দর এবং যৌক্তিক। এসব প্রশ্নের উত্তর দেয়ার মত উদার মানসিকতা যেমন তৈরী হয়নি ক্বাউমী আলেম ওলামাদের মাঝে তেমনি এসব বিষয়ে তাদের একাডেমিক কোন আলোচনা করার মানুষ তৈরীতেও নিজেরাই প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখেন। দেশে বড় বড় ক্বাউমী মাদারিস থেকে প্রতি বছর কয়েক হাজার ছাত্র দাওরায়ে হাদিস পড়ে আলেম হয়ে ফারেগ হয়ে থাকে। এসব আলেম ওলামাদের অত্যন্ত নগন্য সংখ্যক ছাত্রই পরবর্তীতে একাডেমিক কার্যক্রমের সাথে জড়িত থাকার সুযোগ পায়। বেশীর ভাগ ক্ষেত্রেই জীবন যুদ্ধে ঠিকিয়ে থাকার জন্য জীবিকা নির্বাহের জন্য কোন না পথ বেচে নিতে বাধ্য হন। যদি সঠিকভাবে জরিপ চালানো সম্ভব হতো কত পার্সেন্ট ছাত্রত্ব শেষ করে কোন কোন পেশায় থেকে নিজের অর্জিত দ্বীনি জ্ঞানের আলোকে সঠিক পথে ঠিকে থাকতে পেরেছেন?
আমার ব্যক্তিগত দু’চারটি অভিজ্ঞতা অত্যন্ত করুণ এবং বেধানাদায়ক ইংগিত বাহন করে।
উপরে বেশ কয়েকজনের মন্তব্য থেকে বুঝা যাচ্ছে তাদের মধ্যে হয়তো অজ্ঞতা রয়েছে, নতুবা আকাবেদের প্রতি অতি ভক্তির সিলসিলা জনিত কারণে সত্য এবং বাস্তবতা রিয়েলাইজড করার পক্ষপাতী নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File