কওমী মাদ্রাসা ইসলাম প্রতিষ্টার ক্ষেত্রে বড় বাধা, হাসিনা বুঝলেও শফী (রঃ) বুঝে না।
লিখেছেন লিখেছেন মাজহার১৩ ০৬ মে, ২০১৪, ০৮:২০:২০ রাত
মুল বিষয়ে আলোকপাত করার আগে কিছু প্রশ্নের জানা দরকার।
১। কওমী মাদ্রাসায় কারা পড়ে?
২। কওমী মাদ্রাসায় কি পড়ানো হয়?
৩। কওমী মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যত কি?
৪। কওমী মাদ্রাসা থেকে কি ইসলাম সম্পর্কে জানা সম্ভব?
৫। সকল হাফেজই কি ইসলাম সম্পর্কে জানেন?
৬। মুফাসসিরে কোরানের কাজ কি?
৭। শায়খুল হাদিসের কাজ কি?
৮।ওয়াজ মাহফিলের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্টা সম্ভব?
৯। বড় ধরনের ইসলামী মহাসম্মেলন করে কি ইসলাম করা সম্ভব?
১০। ইসলাম কি আনুষ্ঠানিকতা নির্ভর বিষয়?
১১। সমাজ উন্নয়নে আলেমদের কি ভুমিকা?
১২। কোরানকে বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষনে কওমী আলেমদের কি ভূমিকা?
১৩। নবী রসুল কিংবা সাহাবীদের জীবনী বর্ননা করাই কি আলেমদের কাজ?
১৪। তাদের বেশভূষা ধারন করাই কি যথেষ্ট?
১৫। বিজ্ঞান চর্চা কিংবা জ্ঞান-বিজ্ঞানের উতকর্ষতায় আলেমদের কি ভূমিকা?
১৬। নাস্তিকদের ক্ষুরধার যুক্তির বিপরীতে ফাঁসি চাওয়ার পরিবর্তে পাল্টা যুক্তি কি সবশ্রেনীর মাদ্রাসার ছাত্র জানে?
১৭। নাস্তিকরা যেভাবে সমাজে ইসলাম বিদ্বেষী কর্মসূচী গ্রহন করেছে তা বুদ্ধিভিত্তিকভাবে আলেমরা প্রতিহত করার কোন কর্মসূচী কি আছে?
১৮। আলেমরা কি রাষ্ট্রের কাছে অসহায় আত্মসমর্পন করতেই থাকবে?
১৯। নাকি চিরাচরিত শান্তিপ্রিয় মানুষ হিসেবে অশান্তিকে পাশ কাটিয়ে চলবে?
২০। কুরান-হাদীস পড়া ও জানাই কি শেষ কথা?
আসলে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলেই কওমী মাদ্রাসাকে ধ্বংস করার চেষ্টা করে কিংবা এটাকে আধুনিকায়ন কিংবা সরকারের পৃষ্টপোষকতায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা খারাপ নিয়তে করলেও আদতে এটা বাংলাদেশে ইসলাম প্রতিষ্টার জন্য মাইলফলক হিসেবে আমি বিবেচনা করি। কারনে উপরের যে প্রশ্নগুলি করেছি এগুলোর বেশীরভাগই আলেমদের পক্ষে নেতিবাচক। তাই আলেমদেরকে হীনমন্যতা থেকে বের করার জন্য আওয়ামী লীগের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। এটার অন্তরালে এমন কিছু নিয়ামক আছে যা দ্রুততম সময়ে ইসলাম প্রতিষ্টায় সহায়ক ভূমিকা পালন করবে। তাই এই ইস্যুতে আওয়ামী লীগকে সমর্থন করা জরুরী।
বিষয়: বিবিধ
২৬২০ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হ্যাঁ এইসব আপনারা চান। জানি জানি। এরকম ইসলাম অনেকেই চায় আপনারাও চান।
যারা সারা জীবন কোরান হাদিস এর গবেষণা করছেন তারা ইসলাম বুঝলেন না? শুধু আপনারাই বুঝলেন? সরকারি ইসলাম হলেই ঠিক আছে। লীগের ইসলামও ঠিক আপনি যা চাচ্ছেন ঠিক সেরকম। তবে কোরান হাদিস পড়ে যদি ইসলাম বুঝতে চান তাহলে সারা জীবন ইংলিশ এর মাধ্যমে কোরানের তারজুমা পড়ে সম্ভব নয়। এর জন্য কওমি মাদ্রাসার বিকল্প নাই।
আর কওমি মাদ্রসা সেকুলারদের জন্য একেবারেই জম। যে কারণে আপনারা আগে কওমি মাদ্রাসা বন্ধ করার কথা বলছেন। বলতে থাকুন। কোনো লাভ হবে না। দীন আল্লাহ হেফাজত করবেন।
সেকুলার আর ইসলাম আগুন পানির মত। সেকুলারদের ইসলাম দরকার নাই। আপনারা সেকুলারিজম নিয়ে থাকুন। আমরা ইসলাম নিয়ে থাকি।
তাবলীগের সাথীরা যতটুকু ইসলাম মানেন মাদ্রাসার আলেমরা কি এর চেয়ে বেশী মানেন?
তাবলীগের লোকেরা যতটুকু ইসলামের খেদমত করেন কওমী আলেমরা কি ততটুকু করেন?
আর আমি কওমী মাদ্রাসা বন্ধের কথা বলিনি, আমি আসলে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের দৃষ্টিভংগী নিয়ে প্রশ্ন রেখেছি।
প্রশ্নের উত্তর টা যে কোত্থেকে দিব সেটা আমিও কনফিউজড। কেন যেন মনে হচ্ছে উত্তর টা আমি জানি কিন্তু আসলে আমি যা ভাবছি তা সঠিক কিনা, সঠিক হলেও কতটুকু সঠিক জানিনা তাই উত্তর দিতে পারছিনা। আবার আমার দৃষ্টি ভঙ্গি কোন নতুন সমস্যার জন্ম দিবে কিনা সেটা ও ভাবছি। জানি অল্প বিদ্যা ভয়ঙ্কর। ক্ষমা করবেন।
এটুকু বলি সকল সমস্যার মুলে বেক্তিগত ঈমান এবং শিক্ষা।
মাথায় নেই কোনো মাল
যারা রাজনৈতিক ইসলামী আন্দোলন করছেন তারা-ও কি গোলাপী ম্যাডামকে সাথে নিয়ে সুবিধাবাদ জিন্দাবাদ ধ্বনি দিচ্ছেন না ?
আশা করি বুঝতে পেরেছেন।
আপনার এই কোটেশান টা 'খারাপ নিয়তে করলেও আদতে এটা বাংলাদেশে ইসলাম প্রতিষ্টার জন্য মাইলফলক হিসেবে আমি বিবেচনা করি'- মূলতঃ ঈগল ভাইয়ের চিন্তাকে ইকো করে। অসৎ মানুষ ড্রাইভিং সিটে বসে আপনার প্রত্যাশানুযায়ী চেইন্জ করবে - এটা ভাবা কিংবা সমর্থন জানানো - একটু বেশী চাওয়া বৈকি।
তবে সময় এসেছে - সকল অডকে উপেক্ষা করে - ইসলামপ্রিয় মানুষদের এটেনশান কাওমী মাদ্রাসার দিকে দেবার, তাদের সাথে এংগেইজ হবার।
ভনডামি আর কত?
কিন্তু আমি যে প্রশ্নগুলো রেখেছি এগুলোর কি কোন সদুত্তর আপনার কাছে আছে?
ক্বওমী মাদ্রাসা আপনাদের অপব্যাখ্যা গুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা।
দেখাচ্ছে।
আমার ব্যক্তিগত দু’চারটি অভিজ্ঞতা অত্যন্ত করুণ এবং বেধানাদায়ক ইংগিত বাহন করে।
উপরে বেশ কয়েকজনের মন্তব্য থেকে বুঝা যাচ্ছে তাদের মধ্যে হয়তো অজ্ঞতা রয়েছে, নতুবা আকাবেদের প্রতি অতি ভক্তির সিলসিলা জনিত কারণে সত্য এবং বাস্তবতা রিয়েলাইজড করার পক্ষপাতী নয়।
মন্তব্য করতে লগইন করুন