কৌতুক সম্ভার
লিখেছেন লিখেছেন নিলা পাথর ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫০:৫৬ রাত
১: এক ভ্দ্রলোক বাড়ী ফিরতে দেরী হওয়ায় তার বউ রেগে বলে কি ব্যাপার,এত দেরী করেছ কেন? আর বলো না লিফ্ট ছিড়ে ৩জন মারা গেছে। অফিস থেকে তাদের পরিবারকে ২৫লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে এগুলো হস্তান্তর করতে গিয়ে দেরী হয়ে গেল।বলো কি?২৫ লাখ টাকা, তুমি তখন কোথায় ছিলে?বাথরুমে।মরন আমার ,বাথরুমে যাওয়ার আর সময় পেলে না।
২:এক মুরগী দৌড়ে যাচ্ছে পিছনে মোরগ দৌড়াচ্ছে্ হঠাৎ একটি গাড়ী মুরগীটিকে চাপা দিয়ে চলে গেল।দূর থেকে একজন ঢাকাইয়া দৃশ্যটি দেখে বলে, আব্বে ঈমানদার মুরগী, জান দিছে মাগার ইজ্জত দেয় নাইক্যা।
৩:এক ভদ্রলোক একজন সাহসী দারোয়ান খুজে বেড়াচ্ছেন,সে সময় একজন ইন্টারভিউ দিতে এলো, মালিক তার সাহস পরীক্ষার জন্য লোকটির মাথার উপর কমলা রেখে তা shoot করলেন,লোকটিকে বাহবা দিলেন,তোমার অনেক সাহস, তুমিই আমার বাসার দারোয়ান হবার যোগ্য।এই নাও ৫০টাকা কমলার রস পড়ে শার্ট নস্ট হয়েছে লন্ড্রি থেকে ওয়াশ করে নিও।স্যার, আরো ৫০টাকা দেন প্যান্টটাও লন্ড্রিতে দিতে হইব।(সংগৃহীত)
বিষয়: বিবিধ
১৮০৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন