কক্সবাজার শহরের রোমালিয়ারছড়া এলাকায় পুলিশের গুলিতে শিবিরের ৩ কর্মী শহীদ হয়েছেন।
লিখেছেন লিখেছেন রিপোর্টার ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:২০:২৩ বিকাল
কক্সবাজারে আল্লামা সাঈদী মুক্তি পরিষদের মিছিলে পুলিশের গুলিতে ৩ জন নিহত; বিজিবি মোতায়েন, আগামীকাল কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল
কক্সবাজার শহরের রোমালিয়ারছড়া এলাকায় সাঈদী মুক্তি পরিষদের মিছিলে পুলিশের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আজ দুপুরে জুমার নামাজের শেষে শহরে পর আল্লামা সাঈদী মুক্তি পরিষদের মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়।
এতে পুলিশের সাথে পর আল্লামা সাঈদী মুক্তি পরিষদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৩ জন নিহত হন। পুলিশের গুলিতে আহত হন কমপক্ষে ২০০ জন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। র্যাব-পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ জামায়াত-শিবির কর্মী সন্দেহে দুই শতাধিক আটক করেছে।
মুসল্লিদের মিছিলে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে ৩ জন নিহত ও ২ শতাধিক আহত হওয়ার প্রতিবাদে আগামীকাল কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাকা হয়েছে।
জামায়াত শিবিরের ভাইয়েরা ।আমরা খালি হাতে মিছিল বের করলে তারা মারছে .গ্রেফতার করছে ।আচ্ছা আমরা দেখেশুনে কেনো মার খাচ্ছি ? মুখ দিয়ে বল্লেই যখন রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে তখন কেন চুপ থাকবে ? নেতার নির্দেশ ছাড়ো ।দেশের আইনের গুষ্টি কিলাই ।আদালতের ঘাড়ে বন্দুক রেখে যা ইচ্ছা তাই করবে আর আমরা আঙ্গুল চুষব ? পুলিশ মারতে আসবে ওই হালার অস্ত্র কেড়ে নিয়ে ওকেই ফুটাও ।জীবন যখন দিতেই হচ্ছে তবে নিয়েই যাও ।পুলিশ যে অস্ত্র ব্যবহার করবেই সেই অস্ত্র কেড়ে নিয়ে ওই ব্যাটা হাতে গুলি করো ।তারা যখন শুরু করেছে আমরা শেষ করবো ।ভালো যদি তারা না চায় আমরা কেনো ভালো চাবো ।তৈরি হও ।
এই স্ট্যাটাস দেওয়ার কারনে আমার বিরুদ্ধে মামলা হতে পারে ।তবে যেই হালায় আমারে ধরতে আইবে তোগের মধ্যে থেকে নিয়েই ওপারে যাবো ।
বিষয়: বিবিধ
১৪৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন