জামায়াতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে!!!!!!!
লিখেছেন লিখেছেন রিপোর্টার ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০৪:৫৯ সন্ধ্যা
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের কাছে মানবতাবিরোধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ, দলিলসহ অভিযোগ করা হবে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অধ্যাপক গোলাম আযমের নেতৃত্বাধীন তদানীন্তন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামী সংগঠনগতভাবেই হানাদার পাক বাহিনীর সহযোগী ছিল। এখানে গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, ধর্ষণ, মানুষকে দেশত্যাগে বাধ্য করার মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংগঠনটি জড়িত ছিল। জামায়াতের মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় মুক্তিযুদ্ধ বিরোধী ও মানবতাবিরোধী সশস্ত্র কর্মকাণ্ডে লিপ্ত হয়। পর্যাপ্ত দলিল তথ্য-প্রমাণসহ এমনি অভিযোগে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে অথবা একজন মুক্তিযোদ্ধা অভিযোগ দায়ের করবেন। তদন্ত সংস্থা কর্তৃক তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা যায়, অভিযোগ দায়েরের পর দ্রুত তদন্ত অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এ সূত্রে বলা হয়েছে, সরকার জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে প্রশাসনিকভাবে পদক্ষেপ না নিয়ে আদালতের রায়ের ভিত্তিতে ব্যবস্থা নিতে চায়। আন্তর্জাতিকভাবে বিরূপ প্রতিক্রিয়া এড়াতে সরকার আদালতের মাধ্যমে অগ্রসর হওয়াই শ্রেয় মনে করছে। ট্রাইব্যুনালে এ মামলার পাশাপাশি হাইকোর্টে দায়ের করা রিটেরও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার পক্ষ থেকে উদ্যোগী ভূমিকা নেয়া হয়েছে। এদিকে ধর্মপ্রাণ মুসলমানদের জামায়াত ও তার সহযোগীরা যাতে বিভ্রান্ত করতে না পারে সেজন্য তরিকত ফেডারেশনসহ আলেম-ওলামাদের মাঠে নামানোর পরিকল্পনা নেয়া হয়েছে। কওমি মাদরাসাগুলোর ছাত্র-শিক্ষকদের মধ্যে জামায়াত যাতে বিভ্রান্তি ছড়িয়ে তাদের মাঠে নামাতে না পারে সে জন্যও কর্মসূচি নেয়া হয়েছে। বায়তুল মোকাররম, কাঁটাবন মসজিদসহ রাজধানীর বড় বড় মসজিদগুলোতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
http://mzamin.com/details.php?nid=NDQyMTc=&ty=MA==&s=MTg=&c=MQ==
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন