অন্ধ হলেও প্রলয় বন্ধ হয়না

লিখেছেন লিখেছেন কথার কথা ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৪৩:৫৯ বিকাল

সোনার বাংলাদেশ ব্লগে প্রবেশ করতে পারছিনা।হ্যাক করা হয়েছে?নাকি ব্লক করা হয়েছে?দোষ কি তাদের? যতটুকু জানি তা হলো তাদের একমাত্র দোষ শাহবাগ থেকে নির্দেশ এসেছে এটি জামাতী ব্লগ।গতকাল থাবা বাবা নামে এক ব্লগার নিহত হয়েছে।খবরে শুনলাম তিনি নাকি এ ব্লগটিকে নিষিদ্ধ করার জন্য বহু চেষ্টা করেছেন।তিনি চেষ্টা করতেই পারেন।সরকার একটি জনপ্রিয় ব্লগকে বন্ধ করে কি প্রমান করতে চাইছে?কথায় আছে অন্ধ হলেও প্রলয় বন্ধ হয়না।সরকার যদি অন্ধ হয় আর সরকার বিরোধী মিডিয়াগুলো বন্ধ করে দেয় তবে কি সত্যিই প্রলয় বন্ধ হবে?সোনার বাংলাদেশ ব্লগের নির্বিবাদী ব্লগাররা হয়তো একটু বেশীই সরকারের সমালোচনা করেছেন তাতে কি?একটি সাধারণ ব্লগকে সরকার কি তাহলে ভয় পেয়েছে?

অনেকগুলো প্রশ্নবোধক দিয়ে কথামালা সাজিয়েছি।উত্তর দেয়ার জন্য জানি কেউ বসে নেই।উত্তরের আশা করাটাও বোকামী।শুধু এটুকু বলতে পারি অজানা ভয় বড় মারাত্বক। অজানা ভয়কে জয় করতে না পারলে সরকারের পথ যে বড় কন্টকাকির্ণ হয়ে পড়বে সরকারের কি বোধগম্য হচ্ছেনা?

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File