রানার গডফাদারের ব্যাপারে সবাইকে বড় নীরব মনে হচ্ছে !

লিখেছেন লিখেছেন মুসাফির ২৮ এপ্রিল, ২০১৩, ১১:৫৭:১৮ রাত



আমরা দীর্ঘ দিন থেকে দেখে আসছি কোথাও একটা কিছু ঘটলে বিরোধী দলের উপর দোষ চাপানো আর গডফাদার তালাশ করা একটা নিয়মে পরিনত হয়েছে । সচিবালয়ের সামনে সরকারের আইন শৃংখলা বাহিনীর কড়া নজরধারীর ভিতরেও কেবা কারা ককটেল ফোটালো আর অমনি বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারী সহ অনেক নেতাকে গডফাদার হিসাবে চিহ্নিত করে জেলে পুরা হল যদিও সে ককটেলে কেউ মারা যাওয়া তো দুরের কথা সামান্য কেউ আহত হয়েছে বলেও জানা যায়নি । মজার ব্যাপার হল সরকারের হাতে বন্ধি থাকা অবস্থায় ও কেউ কেউ গডফাদার হিসাবে চিহ্নিত হলেন কিন্তু সম্পুর্ন ভিন্ন চিত্র দেখা গেল শত শত নিরপরাধ নারী পুরুষকে হত্যাকারী সোহেল রানার ব্যাপারে । সোহেল রানার গডফাদার বের করতে তোলারাশি ওয়ালা লোক দিয়ে বাটি চালান দিয়ে বের করার প্রয়োজন নাই, যারা অন্ধ নয় তারা দেখছেন সোহেলরানা আহত হওয়ার পর কে তাকে উদ্ধার করে হসপিটাল নিয়ে গেলেন এবং চিকিতসা দিয়ে তাকে গোপন করে রাখলেন !গুর শিশ্যকে তার খেদমাতে খুশি হয়ে কিভাবে আদর করে কপালে চুমু দিচ্ছেন ,কে দল নেতার মৃত্যু বার্ষিকির পোষ্টার সোহেল রানার সৌজন্যে প্রকাশ করেছেন এত কিছুর পরও আজ গডফাদার তত্বটা হঠাত করে বেমালুম ভুলে যাওয়া হল । এটা কি এজন্য যে তিনি সরকার দলের দলের এমপি ?শেখ হাসিনা মহান সংসদে দাড়িয়ে বলেছেন সোহেলরানা তাদের কেউ নয় ,যদি তাই হয় তাহলে নিজ দলের এমপি সন্ত্রাসীর কপালে চুমু খায় কেন ? কেন পিতার মৃর্ত্যু বার্ষিকির পোষ্টারে দলীয় পদবী সহ রানার নাম ব্যবহার করা হয়েছে? এ প্রশ্নটা করার ও কার সাহস নাই । সরকার তো তার নিজ দলের এমপিকে সেইভ করার জন্য সব কিছুই করবে কিন্তু এ ব্যাপারে বিরুধী দলের নিরবতা সত্যিই অবাক হওয়ার মত !সেই সাথে মিডিয়ার নীরবতা !যার ছত্র ছায়ায় রানা আজ এত বড় সন্ত্রাসী, এবং যেখানে স্বয়ং আলীগ নেতারা পর্যন্ত রানার গডফাদারের কথা বলছেন সেখানে আমাদের মিডিয়া তাকে গডফাদার বলতে রাজি নাহলেও ছাত্রলীগের কেডাররা যখন বিশ্বজিতকে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করল তখন তারা আবিস্কার করতে পারলেন এরা সরকার দলের কেউনা এবং এদের পরিবারে নাকি জামায়াত শিবির আছে ! তারা বুঝাতে চাইলেন ছাত্রলীগ বিশ্বজিতকে হত্যা করলেও তারা দোষি নয় আসল দোষি হল তাদের পরিবারের কেউ না কেউ ! আমরা দাবী জানাবো সরকারের কাছে শুধু সোহেল রানাকে শাস্থি দিলে হবেনা সেই সাথে সোহেল রানার গডফাদারকেও শাস্থির আওতায় আনতে হবে এবং আগামিতে যাতে আর কোন গডফাদার তৈরি না হয় সে ব্যবস্থা করতে হবে ।

বিষয়: রাজনীতি

১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File