চোখে পানি আসা এই ছবিটা আমাদের কি শিক্ষা দেয়?
লিখেছেন লিখেছেন নো কমেন্ট ২৯ এপ্রিল, ২০১৩, ১২:০০:১১ রাত
ফেসবুকে,ব্লগে লাখ লাখ তরুনরা যখন সাভার ট্রাজেডীর আলোচনায় কিবোর্ডে,মোবাইলে ঝড় তুলছে তখন দুই তরুন রানা প্লাজার সামনে 'ফ্রি মোবাইলে ফোন করা যায়' প্লেকার্ড হাতে দাঁড়িয়ে গিয়েছে ।ছেলে দুইটির সামর্থ্য নেই বড় কোন সাহায্য করার।তাই আহতদের,আহতদের আত্মীয়স্বজনদের ফ্রিতে কল করার ব্যবস্থা করা দিচ্ছে এই দুই তরুন।ইচ্ছা থাকলে যে অনেক কিছু করা যায়,কত ভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় এর চাইতে ভাল উদাহরন আর কি হতে পারে ?সাভার ট্রাজেড়ীর অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের প্রতি আন্তরিক অভিবাদন,বিনম্র শ্রদ্ধা।
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন