ঐশী কি সত্যি অপরাধী?

লিখেছেন লিখেছেন নো কমেন্ট ২০ আগস্ট, ২০১৩, ০১:১৫:০০ রাত

মা-বাবার খুনী ঐশীকে নিয়ে উওেজনা শেষের দিকে।কারণ,সবাই জেনে গেছে ঐশী খুনী।কিন্তু ঐশী কি সত্যি অপরাধী?দু'টি খুন করার পরও ঐশীকে অপরাধী মানতে পারছিনা।অপরাধী যদি হয় তাহলে ঐশীর বাবা-মা'ই সবচেয়ে বড় অপরাধী।যে অপরাধে নিজ সন্তানের হাতেই জীবন হারাতে হয়েছে।

ঐশী কিন্তু একদিনে খুনী হয়ে উঠেনি।স্কুল পড়ুয়া একটি ছেলে/মেয়ে নেশা করার,ব্রয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ডের সাথে গভীর রাতে বাইরে থাকার সাহস একদিনে অর্জন করেনা।বুদ্ধি হওয়ার পর থেকে নৈতিক শিক্ষা,ধর্মীয় শিক্ষা,পারিবারিক শিক্ষা পাওয়ার জায়গাটি যখন ব্যর্থ হয় তখন সন্তান অপরাধের পথে পা বাড়ায়।

স্কুলে থাকতে মাগরিবের নামাজ শেষ হবার কয়েক মিনিটের মধ্যে ঘরে না ঢুকলে ধোলাই শুরু হয়ে যেত।রাত ১১টার মধ্যে বিছানায় গিয়ে সকাল সকাল বিছানা না ছাড়লে আবার ধোলাই।আর এখন?সন্তান বাসায় ফিরল কি ফিরলনা,ঘুমাচ্ছে নাকি মাল্টিমিডিয়া মোবাইলে কি করছে মা-বাবারা খবর নেয়না।পরিবার যেখানে ব্যর্থ সেখানে একজন ঐশীর ঘাড়ে দোষ দিয়ে কি লাভ?

বিষয়: বিবিধ

১৮৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File