মক্কা মদীনার ইমামগন- পূর্বসূরী ইমামদের পথ অনুস্মরন করুন,শাসকদের তোষামোদ করবেননা,অন্যতায়...।

লিখেছেন লিখেছেন মুসাফির ১৪ জুন, ২০১৭, ১২:০২:২৬ দুপুর

সৌদি আরবের ক্ষমতা লিপ্ষু শাসকদের আচরণ দেখে আজ মুসলিম উম্মাহ হতবাক ! খাদেমুল হারামাইনিশ শারিফাইন ( বায়তুল্লাহ ও নবীর মসজিদের খাদেম ) একি আচরণ ? পবিত্র মাহে রামাদ্বানে যেখানে অমুসলিম দেশ গুলোতে ও রোজাদারদের জন্য খাদ্য পানীয় সহজলব্য করে দেওয়া হয় সেখানে দুই হারামের খাদিম মুসলিম রাস্ট্র কাতারের উপর অবরোধ ঘোষনা করলেন রমজান মাসে । কাতারের জন্য হারাম করে দিলেন নিজ দেশের স্থল, জল ও আকাশ পথ ব্যাবহার যাতে তারা খাদ্য পানীয় না পেয়ে সৌদির বশ্যতা স্বীকার করে ! পবি্ত্র মাহে রামাদ্বানে কাউকে না খাইয়ে রাখা কি খুব সওয়াবের কাজ ? সবচে্যে আশ্চয্যের বিষয় হল সৌদি আরবের ওলামায়ে কেরামদের নীরবতা ! মক্কা মদিনার যে সকল শায়খরা আছেন তারা সারা পৃথিবীর মসলমানদের শ্রদ্ধার পাত্র , গোটা মুসলিম উম্মা আজ তাদের দিকে তাকিয়ে আছে তারা কি শাসকের তোষামোদ করবেন নাকি মুসলমানদের এ ক্রান্তি লগ্নে সঠিক ভুমিকা পালন করবেন যেমন করেছিলেন ইমাম আবু হানিফা রহঃ ইমাম শাফয়ী রহঃ, ইমাম মালিক রহঃ, ইমাম আহমদ বিন হাম্বলরহঃ। আমরা আমাদের মক্কা মদিনার শায়খদের অনুরোধ করবো যদি আপনারা আপনাদের পূর্বসূরীদের অনুস্মরণ করে কিছু করতে না পারেন তবে অন্তত পক্ষে কিংদের পক্ষে সাফাই গাইবেননা , অন্যতায় মুসলিম উম্মাহর অন্তর থেকে চিরজীবনের জন্য আপনারা হারিয়ে যাবেন ।

বিষয়: বিবিধ

১০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File