ড্যানফোর্থ ইসলামিক সেন্টার সামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬

লিখেছেন লিখেছেন মুসাফির ০৩ আগস্ট, ২০১৬, ০৮:১৩:৩৪ সকাল

ড্যানফোর্থ ইসলামিক সেন্টার সামার স্কুলের পক্ষ থেকে গত ১ লা আগষ্ট, সোমবার, টরন্টো সিটির ডেন্টোনিয়া পার্কে আয়োজন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬। এ প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের জন্য ছিল আকর্ষনীয় অনেক কর্মসূচী।কর্মসূচীর মধ্যে ছিল ১০০ ও ৫০ মিটার দৌড়, মার্বেল দৌড়, বেলুন ফুটানো, রশি লাফ, ও ফুটবল খেলা। সুন্দর ও রৌদ্রজ্জল আবহাওয়ায় প্রতিযোগিতা শেষে পিজ্জা পরিবেশন, সব শেষে আকর্ষনীয় পরস্কার বিতরনী অনুষ্টান। সামার স্কুলের শিক্ষিকা জেরিন নওশিনের পরিচালনায় উক্ত অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন ডিআইসির পরিচালক জনাব নাইমুল ইসলাম । পুরস্কার প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলঃ- রাইয়ান আহমদ, মুস্তাকিম চৌধুরী, আবরার আহমদ, আব্দুর রহমান, হাসান হাবিবু্লাহ, রায়হান চৌধুরী, সাদমান মাহবুব, রাফিদ আমীন, সালেহীন, সাদাত, রাওজাত রহমান, মাহিবা, ছহা মাশহুরা, উমায়রা ছুহা, আমিনা আব্দুল্লাহ, নাহিদা ইসলাম, রিদা আরিফ, মাইশা মাহবুব, নওরা খানম, নাহলা ইমতিয়াজ, রাইদা রহমান, ও ফারহানা রশিদ প্রমুখ। এ ছাড়াও উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কার প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ডিআইসির ইমাম ফারুক আহমদ, তাহমিদ রউফ, রুহুল আমীন, তানভীর আহমদ, নাফিস সাদিক, হাসনা শিলা, রাইছা আমীন, শামীম আরা, ফাতেমা সুলতানা প্রমুখ।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375802
০৩ আগস্ট ২০১৬ সকাল ১১:০৪
হতভাগা লিখেছেন : ছবি দেন , ছবি দেন
375807
০৩ আগস্ট ২০১৬ সকাল ১১:৩৮
কুয়েত থেকে লিখেছেন : টরন্টো সিটির ডেন্টোনিয়া পার্কে আয়োজন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ভালো লাগলো অনেক ধন্যবাদ
375814
০৩ আগস্ট ২০১৬ দুপুর ১২:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
375855
০৪ আগস্ট ২০১৬ সকাল ০৯:২২
দ্য স্লেভ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File