মুসলিম সার্কেল অব কানাডা টরন্টো ইউনিটের বার্ষিক বনভোজন অনুষ্টিত ।
লিখেছেন লিখেছেন মুসাফির ১৮ জুলাই, ২০১৬, ০১:১৯:৫৩ দুপুর
প্রতি বছরের ন্যায় এবার ও এমসিসি টরন্টো সিটি ইউনিট আয়োজন করে বার্ষিক বনভোজন ২০১৬ ।
১৭ জুলাই, রোববার টরন্টো সিটির টেইলর পার্কে (৫ নং স্পট ) অনুষ্টিত উক্ত পোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের ফেডারেল সেক্রেটারী জেনারেল জনাব ওয়াহিদুল হক । উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য জনাব জহিরুল্লাহ, জনাব আলমগীর ভুইয়া, জনাব নাজমুল হুদা । আনন্দ ঘন পরিবেশে অনুষ্টিত এ পোগ্রাম সকাল ১১ টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৫ টা পর্যন্ত চলে, মধ্যখানে জামায়াতের সাথে সালাতুজ জোহর আদায় করা হয়, এতে ইমামতি করেন ডিআইসির ইমাম ফারুক আহমদ । পিকনিক কে সুন্দর ও সুশৃংখল করার জন্য বিভাগীয় দায়িত্ব পালন করেনঃ- মুহাম্মদ আব্দুল বারী ( রেজিষ্টেশন ), খুরশেদ খান ( খাদ্য বিভাগ ), মুহাম্মদ মির্জা ( খেলাধুলা ) , তাসনীম সুমাইয়া ও কাজী তামান্না ( মহিলা বিভাগ ) । সবচেয়ে আকর্ষনীয় ছিল শিশু-কিশোরদের খেলাধুলা । সুন্দর আবহাওয়া-ছায়া ঘেরা মাঠে নিষ্পাপ শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে যেমন আনন্দে মেতে ছিল তেমনি অভিভাবকরা ও তা দেখে আনন্দ উপভোগ করেছিলেন, মনের অজান্তে অনেকে সৈসবে নিজেকে হারিয়ে ফেলেছিলেন, তাদের সে বাল্যকালের স্মৃতিকে জিবন্ত রূপ দিতে খুরশেদ খানের পরিচালনায় অত্যন্ত আকর্ষনীয় ভাবে অনুষ্টিত হয়েছিল বড়দের একটি ইভেন্ট যার আনন্দ স্মৃতিতে অনেক দিন থাকবে । পড়ন্ত বিকেলে অনুষ্টিত হয় পুরস্কার বিতরনী অনুষ্টান । এমসিসি টরন্টো ইউনিট সভাপতি জনাব নাইমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী জনাব আহসান হাবিবের পরিচালনায় উক্ত অনুষ্টানে ইসলামী সংগীত পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠির সাবেক সদস্য জনাব সাইয়েদ আশরাফ । উপস্থিত অনেক অভিভাবক রসাত্বক অনেক কৌতুক পরিবেশন করেন । পরিশেষে সভাপতি বিজয়ী সহ সকল শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করে আনুষ্টানিক ভাবে পিকনিকের সমাপ্তি ঘোষনা করেন । সার্বিক সহযোগিতায় ছিলেন:-এম সাইফুদ্দিন, আলিম উদ্দিন, আব্দুর রহমান পলাশ, হাফিজ আবুল কালাম আযাদ, এনামুল হক, নুরুজ্জামান, মনির আব্দুল্লাহ, নাসের পারভেজ, জাহিদুর রহমান, মুজাম্মেল হোসাইন, হাসনা শিলা, লাবিবা হাবিব, নাফিস সাদিক, নাফিস আমিন, আহসান আশিক, বেলাল উদ্দিন, লাম-মীম, নাফি, জারিফ, নওশিন, নাহিদা, মাইশা প্রমুখ ।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন